আজকাল ওয়েবডেস্ক:‌ ফের রক্তাক্ত উপত্যকা। জম্মু–কাশ্মীরের কুলগামে এক প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে হামলা চালিয়েছে জঙ্গিরা। হামলায় মৃত্যু হয়েছে মনজুর আহমেদ ওয়াগই নামক ওই সেনাকর্মীর। পাশাপাশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর স্ত্রী ও কন্যা। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে নিরাপত্তাবাহিনী।


পুলিশ সূত্রে খবর, সোমবার এই হামলার ঘটনা ঘটে জম্মু–কাশ্মীরের কুলগাম জেলার বেহিবাগ এলাকায়। প্রাক্তন সেনাকর্মী মনজুরের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হন মনজুর। তাঁর তলপেটে গুলি লাগে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জঙ্গিদের হাত থেকে রেহাই পাননি তাঁর পরিবারের সদস্যরাও। মনজুরের স্ত্রী ও কন্যাও গুলিবিদ্ধ হন। তাঁদের পায়ে গুলি লেগেছে। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। জানিয়েছেন চিকিৎসকরা।


এদিকে হামলার খবর পেয়ে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে আধা সামরিক বাহিনী ও সেনা জওয়ানরা। জঙ্গিদের খোঁজে এলাকাজুড়ে শুরু হয়েছে তল্লাশি।