আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলের আগে বড় বিতর্ক। বিতর্কের কেন্দ্রে প্রাক্তন ভারতীয় ও চেন্নাই সুপার কিংস ক্রিকেটার সুব্রমনিয়ম বদ্রীনাথ। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন বদ্রীনাথ। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। সেই ভিডিওয় দেখা গেছে, প্রতিটি ফ্রাঞ্চাইজি দলের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বদ্রীনাথ। কিন্তু আরসিবির প্রতিনিধিকে একপ্রকার পাত্তাই দিতে চাননি বদ্রীনাথ। এতেই শুরু হয়েছে বিতর্ক।


এটা ঘটনা চেন্নাই ও আরসিবির মাঠের লড়াই বহু পুরনো। যদিও আরসিবি এখনও একবারও ট্রফি জিততে পারেনি। অন্যদিকে চেন্নাই পাঁচবার ট্রফি জিতেছে। 
গতবার গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইকে হারিয়ে দিয়েছিল আরসিবি। ওই একটা হারই চেন্নাইকে প্লে–অফের লড়াই থেকে ছিটকে দেয়। ওই ম্যাচ জেতার পর আরসিবি’‌র সেলিব্রেশন নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল। সেই কারণেই আরসিবির প্রতিনিধিকে পাত্তা দিলেন না বদ্রনীথ!‌ এরকম প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে চেন্নাই ভক্তরা এই ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন। 


প্রসঙ্গত, এবার আইপিএলে গ্রুপ পর্বে দু’‌বার মুখোমুখি হবে চেন্নাই ও আরসিবি। প্রথমটা ২৮ মার্চ চেন্নাইয়ে। দ্বিতীয়টা ৩ মে বেঙ্গালুরুতে। 


২০১১ ফাইনালে আরসিবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। আর বেঙ্গালুরু তিনবার ফাইনালে উঠলেও একবারও জিততে পারেনি। ২০১৬ সালে শেষবার আরসিবি ফাইনালে উঠেছিল। কিন্তু হেরে যায় সানরাইজার্স হায়দরাবাদের কাছে।