আজকাল ওয়েবডেস্ক:‌ ফের অ্যাকশন মোডে ইডি। রেশন দুর্নীতি মামলায় একযোগে রাজ্যের সাত জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। এক ফুড ইনস্পেক্টরের বাড়িতেও তল্লাশি চলছে বলে জানা গেছে। 


শুক্রবার সকালে কলকাতার ইডির দপ্তর থেকে ৭ দলে ভাগ হয়ে ইডির অফিসাররা বের হন। শেক্সপিয়র সরণি, উলুবেড়িয়া, জয়নগর কল্যাণী, বারাসত সহ ৭ জায়গায় হানা দেন আধিকারিকরা। কল্যাণীতে এক আদিবাসী পাড়ায় যায় ইডির প্রতিনিধি দল। সালমা হেমব্রম নামে ভাঙরের ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশিতে যান ইডি আধিকারিকরা। তবে সালমা হেমব্রম অসুস্থ বলে জানা গেছে। তিনি একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। বেলদায় এক চাল ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছে ইডি।


এটা ঘটনা, দীর্ঘদিন ধরেই রেশন দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে ইডি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও তাঁর ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের তালিকায় ছিলেন বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধানও। সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় বাকিবুর–সহ কয়েকজন জামিন পেয়েছেন। 

 

ফাইল ছবি