আজকাল ওয়েবডেস্ক: একটি নতুন প্রজাতির ব্যাঙ আবিষ্কার হয়েছে ইকুয়েডরে। প্রাণিটির নাম দেওয়া হয়েছে 'ফিলোনাসতেস ডিক্যাপ্রিও'। যা কি না অস্কারজয়ী বিখ্যাত হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও-র নাম অনুসারে। কেন এমন করল ইকুয়েডর?

সম্প্রতি সাতটি নতুন প্রজাতির ব্যাঙের হদিস পেয়েছেন স্যান ফ্রানসিসকো ইউনিভার্সিটি অফ কুইটো (ইউএসএফকিউ), ইকুয়েডরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বায়োডায়ভার্সিটি এবং ক্যাথলিক ইউনিভার্সিটি অফ ইকুয়েডরের গবেষকরা। আকারে ছোট এই প্রজাতির ব্যাঙের গায়ের রঙ বাদামি। চামড়ায় কালো ছোপ রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩০০-১৭০০ মিটার উচ্চতায় এরা বসবাস করতে পারে। গবেষকরা জানিয়েছেন, পরিবেশ সংক্রান্ত কাজে লিওনার্দোর অবদানের জন্যই তাঁর নামে ব্যাঙের প্রজাতির নামকরণ করা হয়েছে। তাঁর উদ্যোগেই ইকুয়েডরের ইয়াসুন জাতীয় উদ্যানে বিতর্কিত তেল খনন বন্ধ হয়েছে। 

২০২৪ সালে হিমালয়ে আবিষ্কৃত নতুন প্রজাতির সাপের নামও লিও-র নামে রাখা হয়েছিল। নেপাল থেকে হিমাচল প্রদেশের চাম্বা জেলার মধ্যবর্তী অঞ্চলে ওই প্রজাতির সাপের দেখা মেলে। নাম দেওয়া হয়েছিল 'অ্যাঙ্গুইকুলাস দিক্যাপ্রিওই'। এর ২০১৭ সালে অভিনেতা হ্যারিসন ফোর্ডের নামে নতুন প্রজাতির সাপের নামকরণ করা হয়েছিল 'ট্যাকিমেনইডেস হ্যারিসনফোর্ডি'। প্রাণিবিজ্ঞানী তথা ইংরাজি রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ভক্ত ড. স্যামি ডে গ্রেভ একটি চিংড়ি প্রজাতির নাম রেখেছিলেন 'সিনালফিয়াস পিঙ্কফ্লয়েডি'।