আজকাল ওয়েবডেস্ক:‌ ডেঙ্গি ফের কাড়ল প্রাণ। এবার মৃত্যু তরুণ চিকিৎসকের। জানা গেছে, মৃত পৃথ্বীরাজ দাস (‌২১)‌ ন্যাশনাল মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। দিনকয়েক ধরে জ্বরে ভুগছিলেন। বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বৃহস্পতিবার রাতে ওই বেসরকারি হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গি শক সিনড্রোমের কথা উল্লেখ রয়েছে। 
প্রসঙ্গত, শীতেও ডেঙ্গিতে মৃত্যু যথেষ্ট উদ্বেগের। এই ঘটনা নতুন করে ভাবাচ্ছে চিকিৎসক মহলকে। শীত পড়লে সাধারণত ডেঙ্গির দাপট কমতে থাকে। কিন্তু এবার অন্য ছবি। বিশেষ করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ভাবাচ্ছে চিকিৎসকদের।