আজকাল ওয়েবডেস্ক: খেলতে খেলতেই বড় চাকরি পেয়ে গেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খোয়াজা। যদিও ক্রিকেটজীবনের প্রায় সায়াহ্নেই এসে পড়েছেন তিনি। তাই ভবিষ্যতের পরিকল্পনা এখন থেকেই করতে শুরু করে দিলেন। পুরোপুরি খেলা ছাড়ার আগেই বড় চাকরি পেয়ে গেলেন তিনি। পাশাপাশি রাজনীতিতে আসার ইচ্ছাপ্রকাশও করেছেন।
বর্তমানে খোয়াজার বয়স ৩৮। আগামী অ্যাশেজই তাঁর শেষ সিরিজ কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এর পরেই ধারাভাষ্যের কাজে যোগ দিতে পারেন তিনি। ‘ফক্স ক্রিকেট’–এর সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। নতুন চাকরিতে খোয়াজা সতীর্থ হিসেবে পাবেন অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক ওয়া, ডেভিড ওয়ার্নার এবং ব্রেট লি–র মতো ক্রিকেটারকে।
আরও পড়ুন: এশিয়া কাপের দলে সুযোগ মেলেনি, হতাশ না হয়ে এই দেশের লিগে খেলতে যাচ্ছেন ওয়াশিংটন ...
নিয়মিত মানবতাবাদের প্রচার করেন খোয়াজা। তাই রাজনীতিতেও আসতে পারেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে দেখা করেছেন বলে জানা গিয়েছে। গাজার প্যালেস্টিনীয় মানুষের কষ্ট এবং ইজরায়েলের সেনার হাতে হাজার হাজার শিশুর হত্যা নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। খোয়াজা চান, ইজরায়েলের প্রতি আরও বেশি ব্যবস্থা নেওয়া হোক এবং গাজায় আরও ত্রাণ পাঠানো হোক।
খোয়াজা বলেছেন, ‘ওরা শিশু। একজনের মৃত্যুই যথেষ্ট উদ্বেগের। তা সত্ত্বেও সরকার ৮৮২৬ কোটি টাকা সাহায্য করেছে ইউক্রেনকে। কিন্তু গাজার মানুষ সাহায্য পেয়েছেন ১১৪৭ কোটি টাকার।’
আরও পড়ুন: ফোকাস ঠিক রাখো, পাক ম্যাচের আগে সূর্যদের সাবধানবাণী বিশ্বজয়ী অধিনায়কের...
অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের জন্ম পাকিস্তানে। তিনি চান, আগামী দিনে অস্ট্রেলিয়া হয়ে উঠুক বহু সংস্কৃতির দেশ। তিনি বলেছেন, ‘পশ্চিম সিডনিতে বেড়ে ওঠার সময় কঠিন সমস্যা পেরিয়ে আসতে হয়েছে। অস্ট্রেলীয় হওয়ার জন্য যদি অস্ট্রেলীয়দের থেকেই কটাক্ষ শুনতে হয় তার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আমি শ্বেতাঙ্গ নই। তার মানে এই নয় যে আমি অস্ট্রেলীয় নই। সারা জীবন আমাকে এই পরিস্থিতি সামলাতে হয়েছে।’
রাজনীতিতে যোগ দিয়ে ভবিষ্যতে অস্ট্রেলিয়ার সংসদে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি খোয়াজা। বলেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি কথা বলতে পেরে আমি খুশি। আগামী দিনেও সম্পর্ক রাখতে চাই। তাই কী কথা হয়েছে সেটা প্রকাশ্যে বলতেই চাই না। তবে গাজার শিশুমৃত্যু নিয়ে ওর সঙ্গে কথা হয়েছে। লোকে বলে খেলাধুলোর সঙ্গে রাজনীতি মেলানো উচিত নয়। কিন্তু ক্রিকেটের সূত্রেই অনেক রাজনীতিবিদকে চিনতে পেরেছি। রাজনীতিতে যোগ দেব কি না, তা নিয়ে হ্যাঁ বা না কিছুই এখন বলছি না। এখনও নিশ্চিত নই।’
আরও পড়ুন: বিরাটদের ফিট রাখতে ব্রঙ্কো টেস্ট চালু করেছে বিসিসিআই, এই নতুন টেস্ট নিয়ে মুখ খুললেন লে রু...
এদিকে টিম অস্ট্রেলিয়া এখন অ্যাশেজ সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে অস্ট্রেলিয়া–ইংল্যান্ড ঐতিহাসিক সিরিজ। এবার খেলা অস্ট্রেলিয়ায়। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর এবার অ্যাশেজ জিততে মরিয়া অস্ট্রেলিয়া। অন্যদিকে ইংল্যান্ড ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ২–২ ড্র করেছে। তাই বেন স্টোকসরাও চাইবেন ঘুরে দাঁড়াতে।
