আজকাল ওয়েবডেস্ক:‌ আশঙ্কাই সত্যি হল। আমেদাবাদে শুরু হয়ে গেল বৃষ্টি। যার জেরে সমাপ্তি অনুষ্ঠানে হচ্ছে বিলম্ব। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধে ৬টা থেকে সমাপ্তি অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির জন্য অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হচ্ছে। টস হওয়ার কথা সন্ধে সাতটায়। খেলা শুরু সন্ধে সাড়ে সাতটায়। এর কোনওটাই সময়ে হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেল।


মূলত আবহাওয়ার কথা ভেবেই দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ইডেন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল আমেদাবাদে। রবিবার কলকাতায় বৃষ্টি হয়নি। মঙ্গলবারও পরিস্কার আকাশ। এদিকে, রবিবার বৃষ্টির জন্য আমেদাবাদে খেলা শুরু হয়েছিল প্রায় রাত দশটায়। মঙ্গলবার ফাইনালেও সেই একই ঘটনার হয়ত পুনরাবৃত্তি হতে চলেছে।


মঙ্গলবার দুপুরের পর থেকেই আমেদাবাদে শুরু হয়েছে বৃষ্টি। ভক্তরা হতাশ।


এটা ঘটনা, ফাইনালেও যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা আগেই জানিয়েছিল স্থানীয় আবহাওয়া দপ্তর। খেলা শুরুর সময় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। তা সত্যি করেই নামল বৃষ্টি।