আজকাল ওয়েবডেস্ক:‌ নাম বদল হল পোর্ট ব্লেয়ারের। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নতুন নামকরণ করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে পোর্ট ব্লেয়ারকে ডাকা হবে শ্রী বিজয়পুরম নামে। শুক্রবার ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘‌দেশের পরাধীনতার সব প্রতীককে বদলানোর সংকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই প্রেরণায় পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পোর্ট ব্লেয়ারের নাম রাখা হচ্ছে শ্রী বিজয়পুরম।’‌ 

 


কেন শ্রী বিজয়পুরম নাম রাখা হয়েছে, তার ব্যাখ্যাও দিয়েছেন শাহ। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘‌দেশের স্বাধীনতার লড়াই এবং সেই লড়াইয়ে আন্দামান ও নিকোবরের যোগদানের স্মৃতিকে তুলে ধরে এই নাম। এই দ্বীপের সঙ্গে স্বাধীনতার ইতিহাস জড়িয়ে। চোল সাম্রাজ্যের সময় নৌসেনা বন্দর ছিল এই দ্বীপ। আজ দেশের সুরক্ষা ও বিকাশকে গতি দিতে প্রস্তুত এই দ্বীপ।’‌ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘‌এই দ্বীপে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। আবার এই দ্বীপের সেলুলার জেলে বীর সাভারকার–সহ অন্য স্বাধীনতা সংগ্রামীরা বন্দি ছিলেন। স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেই দ্বীপেরই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’‌ 


প্রসঙ্গত, ব্রিটিশ নৌসেনা অফিসার লেফটেন্যান্ট আর্চিবল্ড ব্লেয়ারের নামে এই দ্বীপের নামকরণ করা হয়েছিল।