আজকাল ওয়েবডেস্ক: আমেরিকর মসনদে বসবেন ইলন মাস্ক! ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি হবেন টেসলাকর্তা? ট্রাম্পের নির্বাচনী প্রচারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন মাস্ক। নির্বাচনে জয়ের পর নতুন দফতর খুলেছেন ট্রাম্প। তার দায়িত্বে বসিয়েছেন মাস্ককে। কিন্তু ইলন কী আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন? কী বলছেন বর্তমান প্রেসিডেন্ট?
অ্যারিজোনার ফিনিক্সে একটা সম্মেলনে এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ''মাস্ক কখনই আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না। দেশের আইন তা হতে দেবে না। কারণ, মাস্ক এই দেশে জন্মগ্রহণ করেননি। তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকায়।''
ট্রাম্প জমানায় মাস্কের প্রভাব ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি ডেমোক্র্যাটরা। বিরোধী নেতাদের প্রশ্ন, দেশের কোনও অনির্বাচিত ব্যক্তি কী করে এত ক্ষমতার অধিকারী হতে পারেন। ডেমোক্র্যাটরা ইলনকে কটাক্ষ করে 'প্রেসিডেন্ট মাস্ক' বলেও ডাকছেন। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন, সে কথা বারবারই স্পষ্ট জানিয়েছেন ধনকুবের মাস্ক। একটা সময়ে তিনি এ-ও বলেছিলেন যে, ট্রাম্প জিতে হোয়াইট হাউসে ক্ষমতায় ফিরলে যে কোনও ধরনের প্রশাসনিক দায়িত্ব নিতেও প্রস্তুত তিনি। ট্রাম্প ইলন মাস্কের সেই সমর্থনের দাম দিয়েছেন। ট্রাম্প সরকারের বিশেষ উপদেষ্টা দফতরের দায়িত্বে থাকবেন মাস্ক। ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ নামে ওই দফতরের দায়িত্বে ইলনের পাশাপাশি থাকছেন আর এক ভারতীয় বংশোদ্ভূত উদ্যোগপতি, বিবেক রামস্বামী। তাঁরা যৌথ ভাবে দায়িত্ব সামলাবেন।
বর্তমানে আমেরিকায় চলছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। আগামী বছরের ২০ জানুয়ারি শপথ নেবেন নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।
