আজকাল ওয়েবডেস্ক:‌ দুষ্কৃতীদের হাতে খুন হলেন তামিলনাড়ুর বিএসপি সভাপতি। শুক্রবার তামিলনাড়ুর চেন্নাইয়ে বিএসপি নেতা কে আর্মস্ট্রং এর উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁর বাড়ির সামনেই বাইক নিয়ে চড়াও হয় ছয় দুষ্কৃতী। ভরা রাস্তায় বিএসপি নেতার উপরে একের পর এক কুড়ুলের কোপ বসায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান বিএসপি সভাপতি। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএসপি প্রধান মায়াবতী। 
শুক্রবার সন্ধেয় চেন্নাইয়ে বাড়ির সামনে দাঁড়িয়েদলীয় কর্মীদের সঙ্গে কথা বলছিলেন কে আর্মস্ট্রং। হঠাৎই বাইকে চেপে আসে দুষ্কৃতীরা। কুড়ুল দিয়ে হামলা চালায় আর্মস্ট্রংয়ের উপরে। হামলার পরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ক্ষত–বিক্ষত অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা ফুড ডেলিভারি বয় সেজে এসেছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আট সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।