আজকাল ওয়েবডেস্ক:‌ বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বোলপুরে। জানা গেছে বীরভূমের বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডে এক পোলিং এজেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। শম্ভু বাড়ুই নামে ১৫ নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মী এবার লোকসভা নির্বাচনে প্রার্থী পিয়া সাহার পোলিং এজেন্ট ছিলেন। অভিযোগ, ভোট শেষ হওয়ার পর তিনি বাড়ি ফেরার সময় কয়েক জন তাঁর পথ আটকান। মারধর করে তাঁর চশমা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। অভিযোগ, এর পর মঙ্গলবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে আসেন। অভিযোগ, নানা হুমকি দেওয়া হয় তাঁকে। তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আগুন লাগে বাড়িতে। আগুনে বাড়ির একাংশ পুড়ে যায়।