আজকাল ওয়েবডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নিউ দিল্লি কেন্দ্রে লড়বেন বিজেপির প্রাক্তন সাংসদ পরভেশ সাহিব সিং বর্মা।
৭০ আসনের দিল্লি বিধানসভা কেন্দ্রে ভোট হবে আগামী ফেব্রুয়ারিতে। ২০১৫ থেকে রাজধানীতে ক্ষমতায় রয়েছে আপ। ক্ষমতাসীন আম আদমি প্রার্থী ইতিমধ্যেই সব কেন্দ্রের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। আর শনিবার বিজেপি প্রথম পর্যায়ে ২৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে আম আদমি পার্টির প্রধান ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়বেন পরভেশ সাহিব সিং বর্মা।
দিল্লির প্রাক্তন পরিবহন মন্ত্রী কৈলাশ গেহলট আপ ছেড়ে কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। এবার টিকিটও পেলেন কেজরির একদা ঘনিষ্ঠ গেহলট। তিনি লড়বেন বিজওয়াসন কেন্দ্র থেকে। কালকাজি কেন্দ্রে মুখ্যমন্ত্রী অতিশির বিরুদ্ধে লড়বেন বিজেপির রমেশ বিদুরি। যিনি দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ ছিলেন ২০২৪ পর্যন্ত। ২০২৪ লোকসভা ভোটে বিদুরিকে টিকিট দেয়নি বিজেপি। তবে বিধানসভায় টিকিট পেলেন তিনি। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা। আর পূর্ব দিল্লির গান্ধীনগর আসন থেকে বিজেপির হয়ে লড়বেন অরবিন্দর সিং লাভলি। কংগ্রেস জমানায় ২০০৩ থেকে ২০১৩ অবধি তিনি দিল্লির মন্ত্রী ছিলেন। গত বছর কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যোগ দেন।
সূত্রের খবর, দিল্লি বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব এবার ভোটে লড়বেন না।
