আজকাল ওয়েবডেস্ক: বন্দে ভারতের সামনে হুমড়ি খেয়ে পড়লেন বিজেপি বিধায়ক। সোমবার উত্তরপ্রদেশের এটাওয়াতে আগ্রা–বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। স্টেশনে অতিরিক্ত ভিড়ের চাপে বন্দে ভারতের সামনেই রেললাইনে হুমড়ি খেয়ে পড়ে যান এটাওয়ার বিজেপি বিধায়ক সরিতা ভাদোরিয়া। ঘটনার একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
অনুষ্ঠানে রেল আধিকারিকদের সঙ্গে যোগ দিয়েছিলেন বিধায়ক সরিতা–সহ অন্য বিজেপি নেতারা। একদম সামনের সারিতে দাঁড়িয়ে ছিলেন সরিতা। তখন সন্ধে ৬ টা। হাতে একটি সবুজ পতাকা নিয়ে নাড়াচ্ছিলেন। তখনই ঘটে বিপত্তি। ভিড়ের ধাক্কায় প্ল্যাটফর্ম থেকে সোজা রেললাইনের উপর পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায়। রেললাইনে নেমে পড়েন কয়েক জন বিজেপি নেতা–কর্মী এবং পুলিশ আধিকারিকরা। টেনে তোলেন ৬১ বছরের সরিতাকে। হাত ধরে আবার প্ল্যাটফর্মে ওঠেন তিনি। পরিস্থিতি সামলে নিয়ে ফের সবুজ পতাকা ধরে নাড়তে থাকেন।
এই ট্রেনের উদ্বোধন ভার্চুয়ালি আগেই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেলমন্ত্রী রভনীত সিং বিট্টু আগ্রা থেকে এই ট্রেনের যাত্রার সূচনা করেন। আর এটাওয়ায় অপেক্ষায় ছিলেন বিজেপি বিধায়ক। কিন্তু এই বিপত্তি হবে কে জানত! তবে বিধায়ক সুস্থ আছেন বলে জানা গেছে। হাত–পা ভাঙেনি।
