আজকাল ওয়েবডেস্ক:‌ যাবতীয় জল্পনার অবসান। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দিল বিজেপি। শিবরাজ সিং চৌহান নন, মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হলেন উজ্জ্বয়িনী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মোহন যাদব। দু’‌সপ্তাহ ধরে টানা আলোচনার পর সোমবার ভোপালে রাজ্য বিজেপির দপ্তরে দলের বিধায়কদের নিয়ে বৈঠকে তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক–হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, রাজ্যসভা সাংসদ কে লক্ষ্মণ এবং ঝাড়খণ্ডের রাঁচীর মেয়র তথা দলের জাতীয় কর্মসমিতির সদস্য আশা লারকা নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মোহন যাদবের নাম ঘোষণা করলেন। শীঘ্রই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। 
প্রসঙ্গত, শিবরাজ সিং চৌহান জমানায় উচ্চশিক্ষামন্ত্রী ছিলেন মোহন যাদব। তিন বারের বিধায়ক ৫৮ বছরের মোহন যাদবের হাতেই মধ্যপ্রদেশের দায়িত্ব দিলেন মোদি। এদিকে, উপমুখ্যমন্ত্রী পদে আনা হয়েছে, জগদীশ দেওরা ও রাজেশ শুক্লাকে। বিধানসভার স্পিকার করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে। সূত্রের খবর, মঙ্গলবার রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে বিজেপি।