আজকাল ওয়েবডেস্ক: বিহারে ১৫ দিনে ১০টি সেতু ভেঙে পড়ার ঘটনায় জল সম্পদ দপ্তরের ১৬ জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হল। বিহার জলসম্পদ মন্ত্রকের সচিব চৈতন্য প্রসাদ বলেছেন, রাজ্য সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখছে। সেতু তৈরির দায়িত্বে যারা ছিলেন, তাদের কড়া শাস্তি দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১০ দিনে বিহারের সিওয়ান, সারান, মধুবনি, আরারিয়া, পূর্ব চম্পারণ ও কিষানগঞ্জ এলাকায় দশটি সেতু ভেঙে পড়ে। যদিও আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, গত ১৮ জুন থেকে ১২টি সেতু ভেঙে পড়েছে বিহারে।
প্রসঙ্গত, গত ১০ দিনে বিহারের সিওয়ান, সারান, মধুবনি, আরারিয়া, পূর্ব চম্পারণ ও কিষানগঞ্জ এলাকায় দশটি সেতু ভেঙে পড়ে। যদিও আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, গত ১৮ জুন থেকে ১২টি সেতু ভেঙে পড়েছে বিহারে।
