আজকাল ওয়েবডেস্ক:‌ মোবাইল ফোনে তীব্র আসক্তি। মা ফোন কেড়ে নিতেই নাবালিকা নিল চরম পদক্ষেপ। বহুতল আবাসনের ২০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল নাবালিকা। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কাদুগোডি পুলিশ স্টেশন এলাকায়। 


বুধবার পুলিশের কাছে খবর আসে, এক নাবালিকা ২০ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে। ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশি তদন্তে জানা গেছে, এক বেসরকারি স্কুলের দশম শ্রেণির পড়ুয়া ছিল ওই নাবালিকা (‌১৫)‌। ১৫ ফেব্রুয়ারি থেকে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওই পড়ুয়া নাকি সারাক্ষণ মোবাইল ফোনেই ডুবে থাকত। যা পছন্দ হয়নি মা’‌র। তিনি ফোন কেড়ে নেন। এরপর অভিমানে চরম পদক্ষেপ নেয় নাবালিকা। জানা গেছে, পড়ুয়ার বাবা ইঞ্জিনিয়ার। মা গৃহবধূ। মধ্যপ্রদেশের বাসিন্দা। কিন্তু চাকরি সূত্রে সন্তানকে নিয়ে দম্পতি থাকতেন বেঙ্গালুরুতে।


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মা ফোন কেড়ে নিতেই চরম পদক্ষেপ নিয়েছে ওই নাবালিকা।


এর আগে গত ৪ ফেব্রুয়ারি স্নাতকোত্তর স্তরের পড়ুয়া এক তরুণীর দেহ উদ্ধার হয়েছিল হস্টেলের ঘর থেকে। তার দু’‌দিন পর বেঙ্গালুরুতেই এক নার্সিং পড়ুয়া তরুণী আত্মঘাতী হয়। বারেবারে এরকম ঘটনা ঘটায় যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসন।