আজকাল ওয়েবডেস্ক: অজিত আগরকারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি মঙ্গলবার বিসিসিআই সচিব জয় শাহর সঙ্গে বৈঠক করবে। টি২০ বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে এই বৈঠক হবে আমেদাবাদে। এদিনই চূড়ান্ত দল ঠিক হয়ে যাওয়ার কথা। সরকারি ঘোষণা হয়ত বুধবার হবে। জয় শাহ আপাতত নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছেন, তাই দল নির্বাচনী বৈঠক হতে চলেছে আমেদাবাদে।
বোর্ড সূত্রে খবর, নির্বাচনী বৈঠকে আলোচনার মূল বিষয় হতে চলেছে দ্বিতীয় উইকেটকিপার নির্বাচন ও অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়ার নির্বাচন ইস্যু। প্রসঙ্গত, এক নম্বর উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ ঠিক হয়েই গেছেন। দ্বিতীয় উইকেটকিপারের জন্য লড়াই লোকেশ রাহুল ও সঞ্জু স্যামসনের মধ্যে। আইপিএলে এখনও অবধি রাহুল ১৪৪ স্ট্রাইক রেটে ৩৭৮ রান করেছেন। আর স্যামসন ১৬১ স্ট্রাইক রেটে করেছেন ৩৮৫ রান। তবে আইপিএলে রানের মধ্যে থাকলেও দেশের হয়ে যেটুকু খেলেছেন, একেবারেই ছাপ রাখতে পারেননি সঞ্জু। তাছাড়া আইপিএলে (তিন নম্বর) তিনি যে ব্যাটিং পজিশনে খেলেন, সেখানে নামার কোনও প্রশ্নই নেই বিশ্বকাপে। এখানেই সঞ্জুর থেকে এগিয়ে আছেন রাহুল। তাছাড়া একাধিক নির্বাচক রাহুলকে দলে চাইছেন বলে সূত্রের খবর।
আর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ফর্ম রীতিমতো চিন্তার বিষয় হয়ে গিয়েছে। আইপিএলে ব্যাটিং বা বোলিং–এখনও বলার মতো পারফরম্যান্স নেই হার্দিকের। বল হাতে প্রচুর রান দিচ্ছেন। ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ। তাই এই দুই বিষয় নিয়ে মাথার চুল ছিঁড়তে হতে পারে নির্বাচকদের।
বোর্ড সূত্রে খবর, নির্বাচনী বৈঠকে আলোচনার মূল বিষয় হতে চলেছে দ্বিতীয় উইকেটকিপার নির্বাচন ও অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়ার নির্বাচন ইস্যু। প্রসঙ্গত, এক নম্বর উইকেটকিপার হিসেবে ঋষভ পন্থ ঠিক হয়েই গেছেন। দ্বিতীয় উইকেটকিপারের জন্য লড়াই লোকেশ রাহুল ও সঞ্জু স্যামসনের মধ্যে। আইপিএলে এখনও অবধি রাহুল ১৪৪ স্ট্রাইক রেটে ৩৭৮ রান করেছেন। আর স্যামসন ১৬১ স্ট্রাইক রেটে করেছেন ৩৮৫ রান। তবে আইপিএলে রানের মধ্যে থাকলেও দেশের হয়ে যেটুকু খেলেছেন, একেবারেই ছাপ রাখতে পারেননি সঞ্জু। তাছাড়া আইপিএলে (তিন নম্বর) তিনি যে ব্যাটিং পজিশনে খেলেন, সেখানে নামার কোনও প্রশ্নই নেই বিশ্বকাপে। এখানেই সঞ্জুর থেকে এগিয়ে আছেন রাহুল। তাছাড়া একাধিক নির্বাচক রাহুলকে দলে চাইছেন বলে সূত্রের খবর।
আর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ফর্ম রীতিমতো চিন্তার বিষয় হয়ে গিয়েছে। আইপিএলে ব্যাটিং বা বোলিং–এখনও বলার মতো পারফরম্যান্স নেই হার্দিকের। বল হাতে প্রচুর রান দিচ্ছেন। ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ। তাই এই দুই বিষয় নিয়ে মাথার চুল ছিঁড়তে হতে পারে নির্বাচকদের।
