আজকাল ওয়েবডেস্ক:‌ পুজোয় এবার পদ্মার ইলিশ আসছে না বাংলায়। ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সম্প্রতি বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রকের উপদেষ্টা ফরিদা আখতার সাক্ষাৎকারে জানান, ‘‌দেশের লোকেরা ইলিশ কিনতে পারে না। তাই আমরা ইলিশের রপ্তানির অনুমতি দিতে পারি না। এ বছর দুর্গাপুজোয় ভারতে ইলিশ পাঠানো হবে না। বাণিজ্য মন্ত্রককে এমনই নির্দেশ দেওয়া হয়েছে।’‌ 

 

 


প্রসঙ্গত, বিশ্বের ৭০ শতাংশ ইলিশ জন্মায় বাংলাদেশের পদ্মা নদীতে। সেখান থেকেই গোটা বিশ্বে ইলিশ রপ্তানি হত। কিন্তু ২০১২ সাল থেকে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে সে দেশের সরকার। ব্যতিক্রম ছিল শুধু ভারত। যুক্তি ছিল, বেশি দামের আশায় সব ইলিশ বিদেশে রপ্তানি করে দেন ব্যবসায়ীরা। ফলে বাংলাদেশের মানুষ তার স্বাদ পায় না। তাই জারি হয়েছিল নিষেধাজ্ঞা। ২০২২ সালে সেই নিষেধাজ্ঞা উঠেও যায়। যদিও নিষেধাজ্ঞা জারি থাকলেও দুর্গাপুজোয় ভারতে আসত ইলিশ। কিন্তু এবার আর তা হচ্ছে না। শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর বাংলাও এবার পুজোয় বঞ্ছিত হতে চলেছে পদ্মার ইলিশ থেকে।