আজকাল ওয়েবডেস্ক:‌ তীব্র ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়েছে ওড়িশা সংলগ্ন এলাকায়। যার জেরে হয়েছে বিপুল ক্ষয়ক্ষতি। ঘূর্ণিঝড় আসার খবর পেতেই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে আশ্রয় শিবিরে রাখা হয়। সেই আশ্রয় শিবিরেই আশ্রয় নেওয়া এক প্রসূতি সন্তান প্রসব করেছেন। সদ্যোজাত সুস্থ আছে বলে জানা গেছে। জানা গেছে, প্রসব বেদনা উঠতেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ওই মহিলাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই কন্যাসন্তানের জন্ম দেন তিনি। 


মা ও সন্তান সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের জন্য ভদ্রকের ধূসূড়ি জেলায় যে আশ্রয় শিবির খোলা হয়েছিল সেখানে আশ্রিতদের মধ্যে ওই প্রসূতিও ছিলেন। বৃহস্পতিবার মাঝরাতে আচমকাই মহিলার প্রসব বেদনা শুরু হয়। তখন ডানা স্থলভাগে আছড়ে পড়তে শুরু করেছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী খবর পেয়েই আশ্রয় শিবিরে পৌঁছয়। দ্রুততার সঙ্গে মহিলাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। সন্তান জন্মের পর কন্যার নাম দম্পতি রাখেন ‘‌ডানা’‌। 


অন্যদিকে, ডানা আছড়ে পড়ার কয়েক ঘণ্টা আগে ওড়িশার আর এক মহিলা এক পুত্র সন্তানের জন্ম দেন বলে জানা গেছে। 


জানা গেছে, ওড়িশার উপকূলবর্তী জেলাগুলি থেকে অন্তত ৬ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তার মধ্যে ছিলেন ৬০০০ প্রসূতি। বৃহস্পতিবার সন্ধের মধ্যে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া ১৬০০ জন প্রসূতি সন্তানের জন্ম দিয়েছেন বলে জানা গেছে।