আজকালের প্রতিবেদন:‌ বইমেলার কাউন্টডাউন শুরু হয়ে গেল। ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হচ্ছে আগামী ১৮ জানুয়ারি। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ বছর বইমেলার থিম কান্ট্রি ব্রিটেন। এর আগেও থিম কান্ট্রি হিসেবে ব্রিটেন অংশ নিয়েছিল। এবার চতুর্থবার অংশ নিচ্ছে। বুধবার দিল্লিতে ব্রিটিশ কাউন্সিলে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর অ্যালিসন ব্যারেট, ব্রিটিশ কাউন্সিলের পূর্ব ও উত্তর–‌পূর্ব ভারতের অধিকর্তা ড.‌ দেবাঞ্জন চক্রবর্তী, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে। গতবার বইমেলায় ২৬ লক্ষ মানুষ এসেছিলেন। বই বিক্রি হয়েছিল ২৫ কোটি টাকার। এ বছর আরও বেশি ভিড় হবে এবং বিক্রির নিরিখে সব রেকর্ড ছাপিয়ে যাবে বলে আশাবাদী গিল্ডকর্তারা। সুধাংশু শেখর দে জানান, ১৯ জানুয়ারি ‘‌থিম ‌কান্ট্রি ইউকে ডে’‌ পালিত হবে। ২১ জানুয়ারি ‘‌শিশু দিবস’‌, ২৪ জানুয়ারি ‘‌সিনিয়র সিটিজেন ডে’‌ পালন করা হবে। সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানান, এবারের বইমেলায় অংশ নিচ্ছে আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া। ১২ বছর পর জার্মানি এ বছর অংশ নিচ্ছে। এছাড়াও দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, অসম, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, কেরল, ওড়িশা থেকেও প্রকাশকরা অংশ নেবেন। এশিয়াটিক সোসাইটি গিল্ডের সঙ্গে একটি যৌথভাবে প্রদর্শনী করবে। ২০০ বছর আগে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়েছিল কলকাতায়। প্রদর্শনীতে সোসাইটির ইতিহাস এবং ব্রিটিশ চিন্তাবিদদের নানা বিষয় তুলে ধরা হবে।
এবারের বইমেলার অন্যতম আকর্ষণ ২৬ থেকে ২৮ জানুয়ারি কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। বই পড়ায় উৎসাহ দেওয়ার জন্য মেলার দিনগুলিতে লাকি ড্র–‌এর আয়োজন হবে। ১৫ জনকে এক হাজার টাকার গিফ্‌ট কুপন দেওয়া হবে। বাম্পার লাকি ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের দেওয়া হবে ২৫ হাজার টাকার গিফ্‌ট কুপন।‌