আজকাল ওয়েবডেস্ক:‌ বিরাট কোহলিকে ক্রিকেট খেলা শেখাচ্ছেন স্ত্রী অনুষ্কা শর্মা!‌ সত্যি?‌ হ্যাঁ বিজ্ঞাপনের শুটিংয়ের দৌলতে এমনটাই ঘটেছে। 


একটি বিজ্ঞাপনের দৌলতে দীর্ঘদিন পর এক ফ্রেমে ধরা দিয়েছেন বিরুষ্কা। ওই শুটিংয়ে দু‘‌জনকে বিজ্ঞাপনের অংশ হতে দেখা গেছে। শুটিংয়ে ক্রিকেটের পাশাপাশি দু’‌জনকে মজা করতেও দেখা গেছে। বিষযটা কিরকম?‌


বিজ্ঞাপনে অনুষ্কাকে দেখা যাচ্ছে একটি চিরকুট নিয়ে তিনি বিরাটের সামনে রয়েছেন। এবং খেলার বিষয় বোঝাচ্ছেন। কখনও অনুষ্কা বলছেন, তিন বল মিস করলেই আউট হতে হবে। আবার কখনও বলছেন, রাগলেই আউট। এখানেই শেষ নয়, বিরাট হাতে ব্যাট নিয়েই অনুষ্কা বলছেন, যার ব্যাট সে আগে ব্যাট করবে। এরপর অনুষ্কা ব্যাট হাতে নেমেই প্রথম বলে আউট হয়ে যাচ্ছেন। এবং মজার ছলে বলছেন প্রথম বলটা ট্রায়াল বল ছিল মাত্র। 


পুরো শুটিংটাই হয়েছে মজার ছলে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায এতটাই ভাইরাল হয়েছে যে কল্পনারও বাইরে। বিজ্ঞাপনের দৌলতে শেষমেশ বিরাটকে ক্রিকেট শিখতে হল স্ত্রীর কাছে।