আজকাল ওয়েবডেস্ক:‌ চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী পুলিশ আধিকারিক। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ওয়াই এস আর কাডাপা জেলায়। বুধবার ভাল্লুর মণ্ডলের তাপপেল্টা সেতুর কাছে রেললাইনের ওপর থেকে উদ্ধার হয় এএসআই নাগার্জুনা রেড্ডির দেহ। জানা গেছে, রেড্ডি কমলাপুরম পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন। থানা সূত্রে জানা গেছে, গতকাল রাতের ডিউটি সেরে ওই আধিকারিক বাড়ি যান। এদিন ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার আগে রেড্ডি নিজের পুলিশ ইউনিফর্ম খুলে রেললাইনের ধারে রাখেন। তারপর চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। কী কারণে তিনি আত্মঘাতী হলেন তা তদন্ত করে দেখা হচ্ছে।