আজকাল ওয়েবডেস্ক:‌ নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ। ভারতীয় ক্রিকেটমহলে যা নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে। এর আগে ১৯৯৯–২০০০ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ০–২ হেরেছিল ভারত। আর ০–৩ এই প্রথম। যা রীতিমতো লজ্জার বলেই মনে করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।


রবিবার হারের পরই দেখা যায় মুখ্য নির্বাচক অজিত আগরকার কথা বলছেন কোচ গৌতম গম্ভীরের সঙ্গে। সেই আলোচনার অংশ ছিলেন সহকারী কোচ অভিষেক নায়ারও। সূত্রের খবর, বোর্ড এবার রোহিত ও বিরাটকে নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে। সূত্রের আরও খবর, অস্ট্রেলিয়া সফরের পর রোহিত, বিরাট, জাদেজা ও অশ্বিনের মধ্যে অন্তত দু’‌জনকে ছেঁটে ফেলার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে।


প্রসঙ্গত, রোহিত ও বিরাট নিউজিল্যান্ড সিরিজে একেবারেই রান পাননি। স্পিন খেলতে ব্যর্থ। আর তাই এই দু’‌জনকে নিয়েই কথা শুরু হয়েছে। আর কতদিন এই দু’‌জন জাতীয় দলে খেলবেন তা নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। দল নিয়ে এবার সত্যিই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই। যদিও সিরিজ শেষে রোহিত বলেছেন, ‘‌আর পিছনে ফিরে তাকাতে চাইছি না। অস্ট্রেলিয়া সিরিজই এখন ফোকাস। আসন্ন সিরিজটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আপাতত এই সিরিজ নিয়েই ভাবছি। তারপর বাকিটা দেখা যাবে।’‌