আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে ‘ইন্ডিয়া’ জোটের শরিক কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে বাংলায় জোট হবে কিনা সেই আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর আগেই শনিবার বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী স্পষ্ট করে দিলেন আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস নিজেদের মতো করে লড়াই করার জন্য এই রাজ্যে প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘শুনেছি তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বলে দিয়েছে, তারা দেশে আছে, রাজ্যে নেই (পড়ুন ‘ইন্ডিয়া’ জোটে)। তাই কংগ্রেস নিজেদের মতো করে এই রাজ্যে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে। কে আমাদের সঙ্গে এল বা আমাদের সঙ্গে থাকল না, তার ধার ধারি না আমরা।’
বহরমপুরের কংগ্রেস সাংসদ তৃণমূল এবং বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, ‘মুর্শিদাবাদ এবং মালদায় বারবার তৃণমূল এবং বিজেপিকে হারিয়েছি। তবে পশ্চিমবঙ্গে ‘ইন্ডিয়া’ জোট যে দিদি চান না তা উনি বারবার স্পষ্ট করে দিয়েছেন। আসলে এই জোট করলে ওনার অনেক রকমের অসুবিধা রয়েছে।’
সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে রাজ্যে ৬–৮টি আসন তৃণমূলের কাছে দাবি করা হয়েছিল। যদিও ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেসের জেতা বহরমপুর এবং মালদা (দক্ষিণ) আসন দু’টি ছাড়া বাকি কোনও আসন তাদের ছাড়া হবে না বলে তৃণমূলের তরফে একপ্রকার স্পষ্ট করে দেওয়া হয়েছে।
যদিও পশ্চিমবঙ্গে মাত্র দু’টি লোকসভা আসনে কংগ্রেস যে লড়তে রাজি নয় তা এদিন অধীর চৌধুরী স্পষ্ট করে দিলেন। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে যেখানে যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে লড়বে। পঞ্চায়েত নির্বাচনেও আমরা গোটা রাজ্য জুড়ে লড়েছি। মালদা–মুর্শিদাবাদে তৃণমূলকে বারবার হারিয়েছি।’
বহরমপুরের কংগ্রেস সাংসদ তৃণমূল এবং বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, ‘মুর্শিদাবাদ এবং মালদায় বারবার তৃণমূল এবং বিজেপিকে হারিয়েছি। তবে পশ্চিমবঙ্গে ‘ইন্ডিয়া’ জোট যে দিদি চান না তা উনি বারবার স্পষ্ট করে দিয়েছেন। আসলে এই জোট করলে ওনার অনেক রকমের অসুবিধা রয়েছে।’
সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে রাজ্যে ৬–৮টি আসন তৃণমূলের কাছে দাবি করা হয়েছিল। যদিও ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেসের জেতা বহরমপুর এবং মালদা (দক্ষিণ) আসন দু’টি ছাড়া বাকি কোনও আসন তাদের ছাড়া হবে না বলে তৃণমূলের তরফে একপ্রকার স্পষ্ট করে দেওয়া হয়েছে।
যদিও পশ্চিমবঙ্গে মাত্র দু’টি লোকসভা আসনে কংগ্রেস যে লড়তে রাজি নয় তা এদিন অধীর চৌধুরী স্পষ্ট করে দিলেন। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে যেখানে যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে লড়বে। পঞ্চায়েত নির্বাচনেও আমরা গোটা রাজ্য জুড়ে লড়েছি। মালদা–মুর্শিদাবাদে তৃণমূলকে বারবার হারিয়েছি।’
