আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় নৌবাহিনীর জন্য ড্রোন তৈরি করল দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আদানি গ্রুপ। যার নাম ‘দৃষ্টি–১০’ স্টারলাইনার আনম্যানড এরিয়াল ভেহিকেল। আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের তৈরি এই ড্রোন নজরদারি ও একটানা ৩৬ ঘণ্টা উড়তে সক্ষম। বুধবার হায়দরাবাদে এক অনুষ্ঠানে ড্রোনটি উদ্বোধন করেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। সঙ্গে ছিলেন বাহিনীর ৭৫ জন শীর্ষ আধিকারিক।
আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস জানিয়েছে, তথ্য সংগ্রহ, নজরদারি ও পরিদর্শনের কাজ করবে অত্যাধুনিক ড্রোনটি, যা টানা ৩৬ ঘণ্টা উড়তে সক্ষম, বইতে পারবে ৪৫০ কিলোগ্রাম ওজন। ড্রোনটি যেকোনও আবহাওয়ায় উড়তে সক্ষম। ভারত যে আত্মনির্ভরতার পথে হাঁটছে, সেক্ষেত্রে এই ড্রোন একটি যুগান্তকারী পদক্ষেপ বলে জানান হরি কুমার।
আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস জানিয়েছে, তথ্য সংগ্রহ, নজরদারি ও পরিদর্শনের কাজ করবে অত্যাধুনিক ড্রোনটি, যা টানা ৩৬ ঘণ্টা উড়তে সক্ষম, বইতে পারবে ৪৫০ কিলোগ্রাম ওজন। ড্রোনটি যেকোনও আবহাওয়ায় উড়তে সক্ষম। ভারত যে আত্মনির্ভরতার পথে হাঁটছে, সেক্ষেত্রে এই ড্রোন একটি যুগান্তকারী পদক্ষেপ বলে জানান হরি কুমার।
