আজকাল ওয়েবডেস্ক: আবগারি অফিসার সেজে তোলা আদায়। অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে ওই ভুয়ো অফিসারকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত শুভেন্দু কুমার বলে জানা গিয়েছে। ধৃত মেমারি থানার পলসার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু বেশ কিছুদিন ধরেই নিজেকে আবগারি অফিসার পরিচয় দিয়ে জেলার বিভিন্ন হোটেলে ঢুকে তোলাবাজি করছিল। ভয় দেখিয়ে সে বলত, টাকা না পেলে আবগারি আইনে মামলা করা হবে। এভাবে ভয় দেখিয়ে সে দীর্ঘদিন ধরেই টাকা আদায় করে আসছিল বলে অভিযোগ।
ইতিমধ্যেই শক্তিগড় থানার পুলিশের কাছে হীরা গাছির বাসিন্দা সরস্বতী লোহার লিখিত অভিযোগ করেন, অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে এই অভিযোগ তুলে শুভেন্দু তাঁর কাছে মোটা টাকা দাবি করেছে। তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজে দেখে বিনা নম্বরের একটি মোটরবাইক নিয়ে এক ব্যক্তি ঘুরছে।
সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেলে জেরায় সে স্বীকার করে, তার নাম শুভেন্দু এবং সে আবগারি অফিসার সেজে তোলাবাজি করছিল। খোঁজ নিয়ে পুলিশ দেখে এর আগেই পূর্ব বর্ধমানের মেমারি ও মন্তেশ্বর থানায় শুভেন্দুর নামে নানা অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, কথাবার্তায় রীতিমতো চৌখস শুভেন্দু। যথেষ্টই স্মার্ট। যেটাকে ভাঙিয়েই সে এই কারবার চালাচ্ছিল। সোমবার তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান জেলা আদালতে পেশ করেছে পুলিশ।
