আজকাল ওয়েবডেস্ক: পরকীয়ায় মেতে রয়েছেন স্ত্রী। বাড়িতে না খুঁজে পেয়ে এদিক ওদিক খোঁজা শুরু করেছিলেন স্বামী। অবশেষে স্ত্রীর হদিশ মেলে তাঁর প্রেমিকের বাড়িতে। সেই দৃশ্য দেখেই রাগ মাথায় চড়ে বসে ওই ব্যক্তির। শুরু হয় বাকবিতণ্ডা। সেই সময় আচমকা স্ত্রীর নাক কামড়ে ছিড়ে দেন ওই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হরদোইয়ে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম রাম খিলাওয়ান। প্রেমিকের সঙ্গে ধরা পড়ার পর স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে দেন রাম। ২৫ বছর বয়সী মহিলা একই গ্রামের বাসিন্দা তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় রাম তাঁর স্ত্রীর পিছু নেন।
সেখানে পৌঁছে দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন রাম। এরপরেই স্ত্রীর সঙ্গে ঝামেলা শুরু হয় তাঁর। আচমকা স্ত্রীর নাকে কামড় বসিয়ে দেন রাম এবং ছিঁড়ে ফেলেন। আক্রান্ত মহিলা চিৎকার শুরু করলে, স্থানীয়রা তাঁকে উদ্ধার করতে ছুটে যান, কিন্তু তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশকে বিষয়টি জানানো হয়।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত মহিলাটিকে হরদোই মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে লখনউয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
অতিরিক্ত এসপি নরেন্দ্র কুমারের জানিয়েছেন, অভিযুক্ত স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলছে। পুলিশ সকল দিক খতিয়ে দেখছে।
