আজকাল ওয়েবডেস্ক:‌ তুমুল ঝড়বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। গুজরাটে একদিনে মৃত ১৪ জন। আইএমডি জানিয়েছে, আগামী কয়েকদিন এমনই আবহাওয়া বজায় থাকবে। সঙ্গে ৫০–৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে।


প্রশাসন সূত্রে জানা গেছে, তুমুল ঝড়বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কোথাও বাড়ি ভেঙে পড়েছে। কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। কোথাও আবার গাছ পড়েছে। আইএমডি’‌র পূর্বাভাস আরও অন্তত দু’‌দিন এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। 


রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে খবর, সোমবার খেড়া, গান্ধীনগর, মেহসানা, বডোদরা জেলায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলেছে। সঙ্গে ছিল ভারী বৃষ্টি এবং বজ্রপাত। এই চার জেলায় ২৫–৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আমেদাবাদ, আনন্দ, খেড়া, দাহোড়, আরাবল্লি এবং বডোদরায় মোট ১৪ জনের মৃত্যু হয়েছে তুমুল ঝড়বৃষ্টিতে। প্রশাসন সূত্রে খবর, খেড়া জেলায় মারা গেছেন চার জন। বডোদরায় মারা গেছেন তিন জন। আমেদাবাদ, দাহোড় এবং আরাবল্লিতে দু’জন করে মারা গিয়েছেন।


প্রশাসন সূত্রে আরও জানা গেছে, চার জনের মৃত্যু হয়েছে গাছ পড়ে। হোর্ডিং পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দুই। বজ্রপাতে মৃত তিন। বাড়ি চাপা পড়ে মারা গেছেন দু’‌জন।


প্রশাসন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬৮ তালুকে প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। সঙ্গে বজ্রপাত। আর এই প্রবল ঝড়বৃষ্টির জেরে ৩–৫ ডিগ্রি তাপমাত্রা নেমেছে।