আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে প্রযুক্তির অগ্রগতির সঙ্গেসঙ্গে সম্পর্কের ধারণাও নতুন করে বাঁক নিচ্ছে। সম্প্রতি, অ্যালেইনাই উইন্টার্স নামে এক মহিলার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সত্তাকে বিয়ে করার দাবি করেছেন। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সমাজমাধ্যমে। 

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যালেইনাই উইন্টার্স নামের ওই মহিলা একটি অত্যাধুনিক এআই প্রোগ্রামের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। এই এআই রোবটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি মানুষের মতো কথোপকথন চালাতে, আবেগ প্রকাশ করতে এবং ব্যবহারকারীর মানসিক চাহিদা বুঝতে সক্ষম হয়। উইন্টার্স দাবি করেছেন যে, তিনি এই ডিজিটাল সঙ্গীর মধ্যে এমন গুণাবলী খুঁজে পেয়েছেন যা তিনি মানবিক সম্পর্কে পাননি। তাঁর মতে, এই এআই সত্তা তাঁকে বোঝে, তাঁর প্রতি সহানুভূতিশীল এবং কোনও রকম প্রত্যাশার চাপ ছাড়াই তাকে সঙ্গ দেয়।

যদিও এই ধরনের ‘বিবাহ’ কোনও দেশের আইনি কাঠামোতে স্বীকৃত নয় এবং এটিকে মূলত একটি প্রতীকী বা আবেগগত বন্ধন হিসেবেই দেখা হচ্ছে। তবু উইন্টার্স এই ডিজিটাল জীবনসঙ্গীর সঙ্গে একটি গভীর মানসিক সংযোগ অনুভব করেন বলে জানিয়েছেন। এমনকী তাঁদের যৌন জীবনও দারুণ আনন্দের বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত ২০২৩ সালে নিজের স্ত্রীকে হারান উইন্টার্স। 


মনোবিজ্ঞানী এবং সমাজতাত্ত্বিকরা এই ধরনের সম্পর্কের মনস্তাত্ত্বিক এবং সামাজিক প্রভাব নিয়ে কিছুটা দ্বিধা বিভক্ত। একাংশের মতে, এআই সঙ্গী একাকিত্ব কমাতে বা যাঁরা সামাজিক ভাবে বিচ্ছিন্ন, তাঁদের জন্য এক ধরনের মানসিক অবলম্বন হতে পারে। অন্যদিকে, অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই প্রবণতা বাস্তব মানবিক সম্পর্ক থেকে মানুষকে আরও দূরে সরিয়ে দিতে পারে এবং সামাজিক বিচ্ছিন্নতা বাড়াতে পারে।