আজকাল ওয়েবডেস্ক: বলিউডে যমজ ভাই-বোনের কাহিনি নিয়ে কত গল্প তৈরি গিয়েছে তার হিসাব নেই। কিন্তু কখনও কখনও রিয়েল লাইফ, রিলের থেকেও অদ্ভুত হয়। তেমনই একটি ঘটনার কথা জানা গিয়েছে নেটমাধ্যম রেডিটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণ জানিয়েছেন, তাঁর স্ত্রী ‘ঠকিয়েছেন’ তাঁকে। অন্যের শয্যাসঙ্গিনী হয়েছেন তিনি। আর যাঁর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী তিনি আর কেউ নন, তাঁরই যমজ ভাই!
নাক প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানিয়েছেন, ২৮ বছর বয়সি স্ত্রীর সঙ্গে প্রায় পাঁচ বছর একসঙ্গে রয়েছেন তিনি। স্ত্রীকে অন্ধের মতো ভালবাসতেন তিনি। কিছুদিন আগে স্ত্রী নিজেই জানান তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। বাবা হতে চলেছেন ভেবে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তিনি। কিন্তু খবরটি তাঁর মাকে জানাতেই মারাত্নক রেগে যান তাঁর মা। যদিও তখন রাগের কারণ বুঝতে পারেননি তরুণ। উল্টে স্ত্রী তাঁকে বলেন শাশুড়ির কথায় কান না দিতে। প্রাথমিক ভাবে স্ত্রীর কথায় মায়ের সঙ্গে কথা না বললেও সপ্তাহ দুয়েক পরে মা কে ফোন করে তাঁর রাগের কারণ জানতে চান ওই তরুণ। মা যা বলেন, তাতে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর।
তরুণের মা তাঁকে জানান, এই সন্তান মোটেই তাঁর নয়। এহেন কথা শুনে মায়ের উপর মারাত্নক রেগে যান তিনি। নিজের মনের সন্দেহ দূর করতে স্ত্রীকে প্রশ্ন করেন তিনি, প্রাথমিক ভাবে স্ত্রীও সম্পূর্ণ অস্বীকার করেন এই অভিযোগ। কিন্তু এর পরেই আরও একটি বোমা ফাটান ওই তরুণের মা। জানান, ওই সন্তানের আসল বাবা তাঁরই যমজ ভাই। এবার আর নিজেকে সামলাতে পারেননি তরুণ। সন্তানের পিতৃপরিচয় জানতে চেয়ে স্ত্রীকে ডিএনএ পরীক্ষা করাতে বলেন তিনি। তখনই স্ত্রী জানান, তাঁর পক্ষে যমজ ভাইদের মধ্যে কে তাঁর স্বামী সেটা বোঝা সম্ভব নয়। কারণ তাঁরা অবিকল একই রকম দেখতে। তাই কোনও ‘ভুল’ হয়ে থাকলে তার দায় মোটেই তাঁর নয়। তরুণ জানান সবকিছু শুনে মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। কিন্তু এখানেই শেষ নয়। হবু সন্তানের পিতৃপরিচয় পরীক্ষা করতে গিয়ে দম্পতি জানতে পারেন, ডিএনএ পরীক্ষা করেও কোনও লাভ হবে না। কারণ দুই ভাই মনোজাইগোটিক টুইন। অর্থাৎ তাঁদের ডিএনএ-র গঠনও প্রায় এক। ফলে যিনিই সন্তানের আসল বাবা হন না কেন, পরীক্ষায় একই ফল আসবে। সবমিলিয়ে গোটা ঘটনায় ভাঙন দেখা দিয়েছে ওই তরুণের পরিবারে।
