আজকাল ওয়েবডেস্ক: ঘুমের মধ্যে স্বপ্ন দেখা খুবই স্বাভাবিক। কখনও কোনও স্বপ্ন দেখলে যেমন মন খারাপ হয়ে যায়। তেমনই আবার আমরা খুশিও হই কোনও বিশেষ স্বপ্ন দেখে। তবে স্বপ্ন কিন্তু এতটা সাধারণ বিষয় নয়। কারণ স্বপ্নের সঙ্গে জীবনের গভীর সম্পর্ক রয়েছে। স্বপ্নশাস্ত্র বলছে, যে কোনও স্বপ্নই আগামী দিনের শুভ-অশুভ ঘটনার ইঙ্গিত দেয়। তার মধ্যে কিছু স্বপ্ন রয়েছে যা বিশেষ কিছু সংকেত বহন করে। তেমনই পাঁচটি স্বপ্নের বিষয়ে জেনে নিন।

স্বপ্ন বিজ্ঞানের মতে, স্বপ্নে পায়ে হেঁটে যাওয়া শুভ। যার অর্থ হল শীঘ্রই আপনার কেরিয়ারে উন্নতি হতে চলেছে। চাকরিতে পদোন্নতি হতে পারে। একইসঙ্গে হাঁটা নতুন কাজ শুরু করার লক্ষণ। এমনকী আপনি ধনী হতে চলেছেন- এই স্বপ্ন এমন ইঙ্গিতও দেয়। 

আপনি যদি স্বপ্নে অশোক গাছ দেখতে পান তাহলে সেটিও আগামী দিনে আপনার ধনী হওয়ার ইঙ্গিত বহন করে। কথিত রয়েছে, দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদপ্রাপ্ত হলে স্বপ্নে অশোক গাছ দেখতে পারেন। তাঁর কৃপায় অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে। সহজ কথায়, স্বপ্নে অশোক পাতা দেখাও সম্পদ অর্জনের লক্ষণ।

স্বপ্নে উপাসনাগৃহে কোন দেবতা দেখতে পাওয়া খুবই শুভ। স্বপ্ন বিজ্ঞান অনুসারে, এই স্বপ্নের অর্থ হল সম্পদের দেবী আপনার প্রতি সন্তুষ্ট। তাঁর আশীর্বাদে সব বাধা দূর হয়ে সংসারে অশান্তি দূর হবে। অর্থভাগ্য থাকবে তুঙ্গে। রাতারাতি অর্থ লাভের সম্ভাবনাও থাকবে।

সোনা বা রুপোর থালায় খাবার খাওয়ার স্বপ্ন দেখাও খুব শুভ। এর অর্থ সহজে ব্যাঙ্ক থেকে টাকা পেতে পারেন। সরকারি কর্মীদের ক্ষেত্রে সুবিধা হতে পারে।

স্বপ্নে টিকটিকি দেখাও শুভ বলে মনে করা হয়। আপনি যদি ব্যবসার কাজ করেন তাহলে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে ভাল বিনিয়োগ করতে পারেন। আচমকা অর্থপ্রাপ্তিও হতে পারে। বাড়তে পারে সম্পত্তি।