আজকাল ওয়েবডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টে ফেব্রুয়ারি মাস আসতেই উত্তাল সমাজমাধ্যম। বিশেষ করে সমাজমাধ্যম ‘এক্স’-এ এখন একটাই শব্দ ঘোরাফেরা করছে- ‘পারফেক্ট ফেব্রুয়ারি’। নেটিজেনদের দাবি, এবারের ফেব্রুয়ারি নাকি একেবারে নিখুঁত। কিন্তু কেন? কেনই বা হঠাৎ সাধারণ একটি মাস নিয়ে এত মাতামাতি?

গণিতের হিসেব বলছে, এবারের ফেব্রুয়ারি মাসটি আক্ষরিক অর্থেই ‘আয়তাকার’। ক্যালেন্ডারের পাতায় চোখ রাখলে দেখা যাচ্ছে, মাসের প্রতিটি বার অর্থাৎ সোমবার থেকে রবিবার- প্রতিটাই ঠিক চারবার করে ঘুরে এসেছে। মাসের ১ তারিখ শুরু হয়েছিল শনিবার দিয়ে, আর শেষ হচ্ছে শুক্রবার।

এই ২৮ দিনের মধ্যে কোনও বারই পাঁচবার আসেনি। সাত দিনের ঝকঝকে চারটি সপ্তাহ মিলে তৈরি করেছে এক নিখুঁত জ্যামিতিক বিন্যাস। আর এই ঘটনাকেই নেটিজেনরা বলছেন ‘পারফেক্ট ফেব্রুয়ারি’।

বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি অলৌকিক কিছু নয়। অধিবর্ষ বা ‘লিপ ইয়ার’ না হলে সাধারণত ফেব্রুয়ারি মাস ২৮ দিনেরই হয়। আর ২৮ যেহেতু ৭ দিয়ে বিভাজ্য (৭×৪ সপ্তাহ= ২৮), তাই প্রতি ছ’বছর বা এগারো বছর অন্তর এমন নিয়ম মেনেই ক্যালেন্ডার সেজে ওঠে। এর আগে ২০২১ সালে এমনটা দেখা গিয়েছিল, আবার দেখা যাবে ২০২৭ সালে। গত বছর অর্থাৎ ২০২৪ সাল লিপ ইয়ার হওয়ায় মাসটি ছিল ২৯ দিনের, ফলে সেই বছর এই ‘পারফেক্ট’ তকমা মেলেনি।

আসলে রোজকার একঘেয়ে জীবনের মাঝে ক্যালেন্ডারের এই পরিচ্ছন্ন হিসেব মানুষের মনে এক ধরণের স্বস্তি দেয়। সমাজমাধ্যমে অনেকেই ছবি শেয়ার করে লিখেছেন, ক্যালেন্ডারের এই সুন্দর ছক দেখতে বেশ ভালো লাগছে। কেউ আবার একে ‘শুভ সংকেত’ হিসেবেও দেখছেন। তবে কারণ যাই হোক, অঙ্কের এই সহজ হিসেবেই আপাতত মজেছে আট থেকে আশি।