গোছা গোছা চুল উঠছে? বিভিন্ন তেল, শ্যাম্পু ব্যবহার করেও কাজ দিচ্ছে না কিছু? চুল পড়ে পড়ে মাথায় টাক পড়ে যাচ্ছে? উক্ত প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তবে এই সমস্যার থেকে মুক্তি পেতে পারেন রান্নাঘরের এক চেনা উপাদান ব্যবহার করেই। এই জিনিসটা প্রায় প্রতিটি বাড়িতেই থাকে। কী? কফি।
কফি কেবল ঘুম তাড়াতে নয়, রূপ চর্চার জন্যও ব্যবহৃত। অনেকেই কফির গুঁড়ো ব্যবহার করে ট্যান দূর করেন। ট্যান রিমুভ করার জন্য কফির প্যাক খুবই উপকারী। কিন্তু কেবল ত্বকের চর্চা নয়, কফি সমান ভাবে উপকারী চুলের যত্ন নেওয়ার জন্যও। এটা যেমন চুল পড়া আটকায়, তেমনই চুলকে মজবুত করে। লম্বা বানায়।
কফি কীভাবে চুলের যত্ন নেয়?
* কফির জল দিয়ে স্নান করলে সেটা মাথার ত্বকে রক্ত চলাচল বাড়ায়। আর সকলেই জানেন রক্ত চলাচল বাড়লে চুল পড়া এমনই কমে যায়।
* কফির মাস্ক বানিয়ে চুলে লাগিয়ে হালকা করে স্ক্রাব করলে খুশকি দূর হবে। কোনও ইনফেকশন বা মৃত কোষ থাকলে সেটাও দূর হবে। একই সঙ্গে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে।
* ক্যাফেন চুলকে মজবুত, শক্ত করতে সাহায্য করে। ফলে সহজেই চুল ছিঁড়ে বা ভেঙে যাবে না। এর ফলে হেয়ার লসের মতো সমস্যায় ভুগতে হবে না। অকালে পাতলা হবে না চুল, বা টাক পড়বে না।
* কফি মাস্কের পাশাপাশি কফির জল দিয়ে মাথা ধুলে এবং ধৈর্য ধরে চুলের নিয়মিত যত্ন নিলে অনেকটাই কমে চুল পড়া।
*যাঁদের অকালে চুল পেকে যাচ্ছে, সেই সমস্যাও অনেকটাই কমে যায় কফির জল ব্যবহার করে চুল ধুলে।
*চুলের রং ঘন করতে সাহায্য করে এটি।
*কফিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট চুলের ফলিকেলকে শক্ত করে। একই সঙ্গে উজ্জ্বলতা আনে চুলে।
*মাথার ত্বকের পিএইচ লেভেল সঠিক রাখতে সাহায্য করে কফি।
মাথা বা চুলের জন্য কীভাবে কফির প্যাক বানাবেন? জেনে নিন সেটাই।
কফির গুঁড়ো নিন দুই থেকে তিন চামচ। এবার পরিমাণ মতো অলিভ অয়েল বা নারকেল তেল নিন। এবার দু'টোকে মিশিয়ে একটা মিশ্রণ বানান। এবার এই মিশ্রণ মাথার ত্বকে লাগান। মিনিট ৫ থেকে ১০ রেখে ধুয়ে ফেলুন।
যাঁদের রুক্ষ ত্বক, তাঁরা কফির সঙ্গে মধু এবং অলিভ অয়েল মিশিয়ে একই ভাবে মাথায় লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
কেবল তেল নয়, চাইলে দইয়ের সঙ্গেও কফি গুঁড়ো মিশিয়ে প্যাক বানাতে পারেন। এতেও মাথার ত্বক যেমন এক্সফলিয়েট হবে, তেমনই চুল নরম থাকবে। পুষ্টি পাবে।
কফির জল কীভাবে ব্যবহার করবেন?
শ্যাম্পু করার পর ভেজা চুলেই কফি ঢেলে দিন। তারপর গরম জলে তোয়ালে ভিজিয়ে ভালো করে জল নিংড়ে নিয়ে সেটা মাথায় পেচিয়ে মিনিট ২০ থেকে আধ ঘণ্টা রাখুন। তারপর খুলে ঠান্ডা জলে ধুয়ে নিন। এই কফির জন্য সাধারণ ভাবে চিনি এবং দুধ ছাড়া যেভাবে কফি বানান সেভাবেই বানিয়ে সেটাকে ঠান্ডা করে নেবেন। তারপর ব্যবহার করবেন। গরম অবস্থায় মাথায় ঢালবেন না।
