আজকাল ওয়েবডেস্ক: লিঙ্গগত দিক থেকে পুরুষ হয়েও সন্তানের জন্ম দিয়েছেন এক ব্যক্তি। তাও কোনও রকম কৃত্রিম প্রজনন পদ্ধতি প্রয়োগ না করেই। ব্রিটেনের অধিবাসী ২৭ বছর বয়সি মালাকি ক্লার্ক একজন রূপান্তরিত পুরুষ। জন্মের সময় নারী হলেও, পরবর্তীকালে হরমোন থেরাপি এবং লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষ হয়েছেন তিনি। তিনিই ব্রিটেনের প্রথম রূপান্তরিত পুরুষ যিনি স্বাভাবিক পদ্ধতিতে সন্তানের জন্ম দিয়েছেন।
একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মালাকি জানিয়েছেন, ১৭ বছর বয়সে প্রথম বুঝতে পারেন যে তিনি একজন রূপান্তরকামী। এরপর ১৯ বছর বয়স থেকে পুরুষ হয়ে ওঠার জন্য টেস্টোস্টেরন হরমোন নেওয়া শুরু করেন। ২০ বছর বয়সে অস্ত্রোপচারের মাধ্যমে স্তন কেটে বাদ দেন। তবে নিজের ডিম্বাশয় বাদ দেননি তিনি।
চিকিৎসা চলাকালীন মালাকির আলাপ হয় চার্লি বেনেটের সঙ্গে। চিকিৎসাকর্মী চার্লি নিজেও সমকামী। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান দু’জন। বিয়ে করেন দু’জন। মালাকি জানিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ার আগে প্রায় ১৮ মাস নিজের হরমোন থেরাপি বন্ধ রাখেন তিনি। শেষ পর্যন্ত এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন দম্পতি। সমাজের কোনও কোনও অংশ থেকে কটাক্ষ ভেসে এলেও পাশে রয়েছে দু'জনের পরিবারই, জানিয়েছেন দম্পতি।
