আজকাল ওয়েবডেস্ক: যে কোনও বয়সে চুলের বড় সমস্যা খুশকি। বিশেষ করে শীতকালে মাথার ত্বক রুক্ষ্ম ও শুষ্ক হয়ে যাওয়ায় খুশকির প্রকোপ বাড়ে। আবার অনেকে প্রায় সারা বছরই খুশকির সমস্যায় ভোগেন। যা চুল পড়া থেকে শুরু করে সার্বিকভাবে চুলের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। নামীদামি প্রোডাক্ট ব্যবহার করেও মেলে না সমস্যার সমাধান। সেক্ষেত্রে একটি ঘরোয়া উপায়েই মিলতে পারে খুশকি থেকে চিরতরে মুক্তি। তাহলে চুলের এই সমস্যা থেকে কীভাবে রেহাই পাবেন, রইল হদিশ।
উপকরণ: এক কাপ নারকেল তেল, এক কাপ তিলের তেল, কয়েকটি নিম পাতা, ছোট করে কাটা আমলকি, এক চা চামচ মেথি, আধ কাপ গোলাপের পাপড়ি।
পদ্ধতি: একটি প্যানে সমস্ত উপকরণ মিশিয়ে গ্যাসে বসান। অল্প আঁচে ফোটাতে থাকুন। মিশ্রণটি যাতে পাত্রের নীচে লেগে না যায় তার জন্য ধীরে ধীরে নাড়াতে হবে। এই সময় গ্যাসের আঁচ থাকবে একদম কমে। ভাল করে ফুটে গেলে যখন মিশ্রণটিতে খয়েরি রং ধরবে তখন গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা হতে দিন। তারপর একটি এয়ারটাইট পাত্রে ঢেলে রাখুন। এই তেল সপ্তাহে দু’দিন ব্যবহার করলেই চিরতরে দূর হবে খুশকির সমস্যা।
আসলে তিলের তেল অত্যন্ত উপকারী। এতে রয়েছে ভিটামিন বি, ই, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস, যা চুলের গোড়া মজবুত করে। ফলে মাথার তালুতে র্যাশ, চুলকানি বা যে কোনও সমস্যা আটকায়। তিলের তেলে থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট যা অকালে চুল পাকার সমস্যাও রোধ করে।
