আজকাল ওয়েব ডেস্ক: পায়ের পাতার যে অংশটুকু জুতো দিয়ে ঢাকা থাকে না সেই অংশে কালচে ছোপ পড়ে যায়। সারাদিনের ধুলো ময়লা, চড়া রোদ বা অন্যান্য সব অত্যাচারই আমাদের পা কেই বেশি সহ্য করতে হয়।মুখের কালচে দাগছোপ তোলার জন্য আমরা অনেক চেষ্টা করি। কিন্তু পায়ের কালচে দাগ তোলার জন্য বেশি কসরত করা হয়ে ওঠে না। উৎসব অনুষ্ঠানে পার্লারে গিয়ে পেডিকিয়োর করালে একগাদা রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহার হয়। তাতে সব দাগ একবারে উঠে যায় সেটাও নয়। পা পরিষ্কার না করার ফলে ময়লার একটি পুরু স্তর জমে যায়। পা ঢাকা জুতো যারা পরেন না, তাদের পায়ের পাতায় চটজলদি ট্যান পড়ে যায়।

তাই পার্লারে গিয়ে প্রচুর টাকা ও সময় খরচ না করে বাড়িতেই বানিয়ে নিন স্ক্রাবার। যা আপনার পায়ের পাতায় অদ্ভুত এক জেল্লা ফিরিয়ে আনতে সিদ্ধহস্ত।

প্রথমে পায়ের আঙ্গুলের নেলপালিশ তুলে নিন। একটি গামলায় গরম জল, এক চামচ নুন ও ছোট এক প্যাকেট শ্যাম্পুর পুরোটা দিয়ে দিন। ১০ মিনিট পা ডুবিয়ে রাখুন। এবার পুরনো টুথব্রাশ দিয়ে পায়ের পাতা ভাল মতো রগড়ে নিন। পা ধুয়ে ফেলুন। নিজের পায়ের নখ কেটে নিন। 

এবার স্ক্রাবার তৈরি করতে হবে। একটি বাটিতে দু'চামচ আটা, একটি টমেটোর রস ও কিছুটা সাদা টুথপেস্ট দিন। প্রয়োজন অনুযায়ী একটু করে জল দিয়ে একটা থকথকে পেষ্ট তৈরি করুন। এই পেষ্ট আপনার পায়ের পাতায় ১০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে অর্ধেক টমেটো দিয়ে পায়ের পাতায় রগড়ে তুলে নিন। জল দিয়ে ধুয়ে ফেলুন।পা শুকনো করে মুছে ভাল ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। পায়ের পাতার সমস্ত কালো ছোপ, ট্যান‌, নোংরা পরিস্কার হয়ে যাবে নিমেষেই। তফাৎ দেখে অবাক হবেন আপনিও। সপ্তাহে তিনদিন প্যাকটি ব্যবহার করলেই আকাঙ্ক্ষিত ফল পেতে শুরু করবেন।