আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে 'গোলাপের পাপড়ির মতো ঠোঁট'। এমন প্রশংসা শুনতে কার না ভাল লাগে! কিন্তু যতই খুশি হন, নিজের ঠোঁটের রঙ দেখে ফের বাস্তবে ফিরে আসতে হয়। পছন্দের রঙের লিপস্টিক পড়েও ঠোঁটের কালো দাগ ঢাকতে পারেন না? আসলে মুখের ত্বকের যত্ন নিয়ে সবাই চিন্তিত হলেও ঠোঁট সবসময়ই অবহেলিত। অতিরিক্ত ধূমপানের কিংবা চা-কফি পানের অভ্যাসেও ঠোঁটে হতে পারে কালচে দাগ। তাই ঠোঁট ভাল রাখতে যত্নের দরকার। যার জন্য শুধু নামীদামি প্রসাধনী নয়, প্রাকৃতিক উপাদানে ফিরিয়ে আনতে পারেন ঠোঁটের হারিয়ে যাওয়া গোলাপি আভা। জেনে নিন সেই বিষয়ে-
পাঁচটি গোলাপ ফুলের পাপড়িকে ছিঁড়ে জলে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। পরিষ্কার হয়ে গেলে দেড় কাপ জল দিয়ে প্যানে পাঁপড়িগুলোকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফোটান। ঠান্ডা হলে জল ছেঁকে নিন। এই জলে এক চামচ মধু ও নারকেল তেল দিন। সঙ্গে এক চামচ ভেসলিন দিয়ে খুব ভাল করে মেশান। একটি ছোট কাঁচের পাত্রে এই ঘরোয়া লিপ বামটি ভরে রাখুন।
ঠোঁটের যত্ন নেওয়ার জন্য কয়েকটি পদ্ধতি মেনে চলতে হবে। যেমন, ঠোঁট নিয়মিত স্ক্রাব, ময়শ্চারাইজ করতে হবে। ঠোঁটকে হাইড্রেটেড রাখাও জরুরি। আর এই সব পরিচর্চার জন্য ব্যবহার করতে হবে সঠিক প্রোডাক্ট। ঘরোয়া উপায়েও সহজেই ঠোঁটের যত্ন নিতে পারেন। যাঁরা সবসময় এসি-এর মধ্যে থাকেন, তাঁদের ঠোঁটের হাইড্রেশন প্রয়োজন বেশি। মর্নিং স্কিন কেয়ার রুটিন এবং নাইট স্কিন কেয়ার রুটিন মেনে চলার সময় অবশ্যই লিপ বাম লাগিয়ে নিন। এতে ভাল থাকবে ঠোঁট।
