আজকাল ওয়েব ডেস্ক: আনন্দ হোক কিংবা উদযাপন, মানসিক চাপ দূর করতে হোক কিংবা দু:খ ভুলতে, মদ্যপানের রয়েছে একাধিক কারণ। মদ্যপান করলে যে শরীরে হাজার একটা রোগ হানা দেয় তাও অজানা নয়। তবুও অনেকে চাইলেও এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেন না। দেখা গেছে, যাঁদের মাত্রাছাড়া মদ্যপানের অভ্যাস রয়েছে তাঁদের পক্ষে মদ্যপান ছাড়া কঠিন কাজ। ইচ্ছা থাকলেও কোনও মতেই আসক্তি থেকে মুক্তি পান না তাঁরা। কয়েকদিন নিজেকে সংযত করলেও তারপর ফের কোনও না কোনও অছিলায় মদ্যপানে করেই নেন সেই সকল মানুষেরা। 

অ্যালকোহলের নেশা শরীরে পক্ষে অত্যন্ত ক্ষতিকর, একথা সকলেরই জানা। লিভার, কিডনি, ফুসফুস-সহ একাধিক অঙ্গের ক্ষতি করে মদ। শরীরের জন্য ক্ষতিকর এই পানীয় এড়িয়ে চলাই শ্রেয়। মদ্যপানের পর স্নায়ু শিথিল হয়ে যায়। সেই কারণেই এক-দু’ পেগ মদ খাওয়ার পর দৃষ্টিশক্তি ঝাপসা হতে থাকে, জড়তা আসে কথা বলায়, রীতিমতো বেসামাল হয়ে পড়েন অনেকেই। চলতি কথায় এমন আচরণ ‘মাতলামো’ বলে হালকাভাবে বর্ণনা করলেও এর পরিণাম কখনও কখনও মানসিক এবং পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই অ্যালকোহল খাওয়া থেকে যতটা সম্ভব বিরত থাকার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে জানেন কি এমন একটি পানীয় রয়েছে তা খেলে অনায়াসে মদ্যপানের নেশা ছাড়াতে পারবেন। রইল সেই পানীয়র হদিশ। 

একটি পাত্রে জল গরম করে নিন। এবার সেই গরম জলে বিটনুন এবং মধু মেশান। ভালভাবে মিশিয়ে নিয়ে পানীয়টি খেলেই মদ্যপানে আসক্ত ব্যক্তির নেশা কেটে যাবে। হাতেনাতে পাবেন সুফল।

চিকিৎসকদের মতে, একবারে মদ্যপানে নেশা কাটাতে না পারলে ধীরে ধীরে কমানোর চেষ্টা করুন। নিয়মিত মদ্যপানে হত পারে চরম ক্ষতি। বিশেষ করে থাইরয়েড, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো ক্রনিক রোগ থাকলে মদ্যপান নৈব নৈব চ!