চলচ্চিত্র জগতে তামান্না ভাটিয়া শুধু অভিনয়ের জন্যই নয়, উজ্জ্বল ও দাগহীন ত্বকের জন্যও আলাদা পরিচিতি তৈরি করেছেন। বয়স বাড়লেও তাঁর ত্বকের জেল্লা দেখে অনেকেই অবাক হন। অনেক ভক্তই জানতে চান, তামান্না কোন বিউটি ট্রিটমেন্ট বা দামি প্রোডাক্ট ব্যবহার করেন। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, অভিনেত্রী দামি প্রসাধনীর বদলে ঘরোয়া উপায়েই ত্বকের যত্ন নিতে বেশি পছন্দ করেন।

তামান্না নিয়মিত একটি ঘরোয়া টোটকা ব্যবহার করেন। নিজের তৈরি ফেস মাস্ক ও স্ক্রাব ব্যবহার করেন অভিনেত্রী যা খুব সহজ উপাদান দিয়ে বাড়িতেই বানানো যায়। এই ফেস মাস্ক ত্বক পরিষ্কার রাখে, ট্যান কমায় এবং স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে।

কী এই ঘরোয়া স্কিন কেয়ার? প্রথমে ত্বক পরিষ্কার করতে তামান্না একটি প্রাকৃতিক স্ক্রাব ব্যবহার করেন। এতে থাকে চন্দনের গুঁড়ো, কফি পাউডার ও মধু। এই তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে মুখে হালকা হাতে ম্যাসাজ করেন। কয়েক মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেললে ত্বক পরিষ্কার ও সতেজ লাগে।

স্ক্রাবের পরে তিনি ব্যবহার করেন একটি ফেস মাস্ক। এই মাস্ক বানাতে লাগে বেসন, দই ও গোলাপ জল। সব উপাদান ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললেই ত্বক নরম ও উজ্জ্বল হয়ে ওঠে।

কেন এই মাস্ক উপকারী? বিশেষজ্ঞদের মতে, এই উপাদানগুলো প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নেয়। বেসন ত্বকের ময়লা ও মৃত কোষ দূর করে, দই ত্বককে আর্দ্র রাখে এবং গোলাপ জল ত্বককে ঠান্ডা ও সতেজ করে। ফলে নিয়মিত ব্যবহার করলে ত্বকে প্রাকৃতিক জেল্লা দেখা যায়।

কতবার ব্যবহার করা উচিত? এই ঘরোয়া স্ক্রাব ও মাস্ক সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করাই যথেষ্ট। খুব বেশি ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে যাদের ত্বক খুব সংবেদনশীল, তারা এই মাস্ক মুখে লাগানোর আগে হাতে বা কানের পেছনে একটু লাগিয়ে পরীক্ষা করে নেবেন। কোনও অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করা উচিত। 

ত্বক সুন্দর রাখতে সব সময় দামি প্রোডাক্টের প্রয়োজন নেই। তামান্না ভাটিয়ার মতো ঘরোয়া উপায়ে নিয়মিত যত্ন নিলেই ত্বক থাকতে পারে উজ্জ্বল ও স্বাস্থ্যকর। প্রাকৃতিক উপাদান, সঠিক পরিচর্যা আর নিয়মিত যত্ন- এই তিনটিই সুন্দর ত্বকের আসল চাবিকাঠি।