আজকাল ওয়েবডেস্ক: আজকাল হজমের সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কথায় বলে, বাঙালি যেমন ভোজনরসিক, তেমনই পেটরোগাও! মজার ছলে যাই বলুন না কেন, গুরুপাক খাবার খেলে অল্প-বিস্তর হজমের সমস্যায় পড়েন কম-বেশি সকলেই। কিন্তু বাড়ির খাবার খেলেও যে এই সমস্যায় পড়েন অনেকে। সমাধান খুঁজতে ভরসা রাখেন মুঠো মুঠো অ্যান্টাসিডের উপর। তবে দীর্ঘদিন ওষুধ খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।বরং ভরসা রাখুন ম্যাজিক ডিটক্স ড্রিঙ্কের উপর। এই পানীয় খেলে নিমেষে বাড়বে হজম ক্ষমতা।
এক চামচ জোয়ান, মৌরি ও গোটা গোলমরিচ নিন। সঙ্গে দিন এক ইঞ্চি আদা। সব উপকরণগুলো ভাল করে থেঁতো করে নিন। একটি ঢাকা দেওয়া সসপ্যানে চার কাপ জল ফুটতে বসিয়ে দিন। থেঁতো করা উপকরণগুলো ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফোটাতে হবে। চার কাপ জল দু'কাপে হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। ঢাকা দিয়ে রাখুন ১০ মিনিট। খাওয়ার সময় এক চামচ মধু মিশিয়ে নিন। খালি পেটে এই ডিটক্স পানীয় খেলে এক মাস খেলেই পেট ফাঁপা, গ্যাসের সমস্যা চিরতরে দূর হবে।
পেটে ব্যথা থেকে পেটের যাবতীয় সমস্যায় ধন্বন্তরির মতো কাজ করে আদা। জোয়ানের মধ্যে রয়েছে ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস। আর রয়েছে প্রাকৃতিক ল্যাক্সেটিভ। যা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আরাম দেয়। গ্যাস-অম্বল তো বটেই, বমি বমি ভাব, পেটে ব্যথার সমস্যা দূর করতেও ফাইবার এবং ল্যাক্সেটিভস সমৃদ্ধ জোয়ান সহায়ক হতে পারে।এছাড়া গ্যাস, অ্যাসিডিটি সহ একাধিক পেটের সমস্যায় মহৌষধির সমান কাজ করে মৌরি। হজমে সাহায্য করে গোলমরিচও।
