আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, “প্রেমের ফাঁদ পাতা ভুবনে”। কে কখন সেই ফাঁদে পা দিয়ে দেন, আগে থেকে বলা যায় না। প্রেম মানে না জাতি-ধর্ম-পেশা কোনও কিছুর বিভেদ। তা সে রোমিও-জুলিয়েট হোক কিংবা দেবদাস-পারো, যুগে যুগে প্রতিধ্বনিত হয়ে আসা প্রজন্মের পর প্রজন্মের সেই বার্তাই যেন ফের একবার শোনা গেল সাম্প্রতিক একটি ঘটনায়।

ইনস্টাগ্রামে সম্প্রতি ভাইরাল হয়েছে অদ্ভুত এক প্রেমের গল্প। কাহিনির কেন্দ্রে রয়েছেন এক ব্রাজিলীয় তরুণী। ভাইরাল ওই তরুণীর নাম ইমানুয়েলা। কিন্তু হঠাৎ কেন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি? ভাইরাল ইন্টারভিউতে ইমানুয়েলা জানিয়েছেন নিজের প্রথম প্রেমের কথা। সে সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন তাঁর প্রেমিক। ইমানুয়েলা জানান, আর পাঁচটি প্রেমের থেকে তাঁর প্রেম কাহিনি অনেকটাই আলাদা। তিনি কোনও পূর্ব পরিচিত বন্ধুর সূত্রে কিংবা ডেটিং সাইটের মাধ্যমে প্রেমে পড়েননি। প্রেমে পড়েছেন চুরি হয়ে যাওয়া ফোনের মাধ্যমে।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

তরুণী জানান একদিন নিজের পাড়া দিয়েই ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই আচমকা, তাঁর ফোনটি ছিনিয়ে নিয়ে পালান এক যুবক। কিন্তু মজার ব্যাপার হল, সেই চোর কেবলমাত্র ফোন চুরি করেই ক্ষান্ত থাকেননি, চুরি করেছেন তরুণীর হৃদয়ও।

পাশে দাঁড়িয়ে থাকা তরুণ জানান, তিনিই সেই চোর। তরুণের দাবি, এই ঘটনা যখন ঘটে তখন মারাত্মক অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। তাই পেটের দায়ে চুরি করতে বাধ্য হন। কিন্তু চুরি করার পর আচমকাই তাঁর নজরে আসে ফোনের মধ্যে থাকা তরুণীর কিছু ছবি। আর সেই ছবি দেখেই প্রেমে পড়ে যান তিনি। যুবকের কথায়, “সেই সময় আমার কিছুই ছিল না। না ছিল টাকা-পয়সা, না ছিল কোনও প্রেমিকা। কিন্তু ফোনে ওর ছবি দেখা মাত্রই আমি মনে মনে বলে উঠি- আহা কী অপূর্ব সুন্দরী নারী! এমন সুন্দর তরুণী সচরাচর চোখে পড়ে না। আর তারপরেই ফোন চুরি করার জন্য আমার অনুশোচনা হতে থাকে।”

মাইক হাতে দাঁড়িয়ে থাকা সাংবাদিক মজার ছলে বলে ওঠেন, “তাহলে ফোন চুরির মাধ্যমেই আপনি ওঁর হৃদয় চুরি করলেন?” সাংবাদিকের এই প্রশ্ন শুনে হেসে ওঠেন যুগল। যুবক জানান, ফোনের তথ্য থেকেই তরুণীর পরিচয় জানতে পারেন তিনি। তারপর তরুণীকে খুঁজে বার করে ফোনটি ফিরিয়ে দেন। যুবকের এই কাজে খুশি হয়ে তাঁর প্রেমে পড়ে যান তরুণী। 

ঘটনাটি প্রথমবার প্রকাশ্যে আসে ২০২৪ সালে। কিন্তু ইন্টারনেটের দৌলাতে সম্প্রতি সেই ভিডিও আবার নতুন করে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমের পাতায়। ওই যুগল জানিয়েছেন, বিগত দু'বছর ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা। তবে দুর্ভাগ্যবশত তরুণীর বাড়ির লোক এখনও পর্যন্ত তাঁদের সম্পর্ক মেনে নেয়নি। বাড়ির লোক বিষয়টি না মানলেও এই ধরনের অন্যরকম প্রেমের কাহিনি শুনে মন মজেছে নেটিজেনদের একাংশের। নেটমাধ্যম এক্স-এ ইতিমধ্যে ২০ লক্ষের বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও দ্রুত ছড়িয়ে পড়ছে ফোন চুরি এবং মনচুরির এই আখ্যান।