নতুন বাড়ি কেনা মানেই নতুন শুরুর উচ্ছ্বাস। কিন্তু শুধু সুন্দর সাজসজ্জা বা আধুনিক ডিজাইন করলেই যথেষ্ট নয়, বাড়িতে সুখ, শান্তি আর সমৃদ্ধি বজায় রাখাও গুরুত্বপূর্ণ। যার জন্য চাই ইতিবাচক এনার্জি। চীনা বাস্তু শাস্ত্র বা ফেং শুই বলছে, বাড়ির প্রতিটি কোণ ও সাজসজ্জা আপনার জীবনে ইতিবাচক বা নেতিবাচক শক্তি টানতে পারে।
ফেং শুই মানা কেন জরুরি? বিশেষজ্ঞদের মতে, ফেং শুই শুধু বাড়ি সাজানোর নিয়ম নয়, এটি এমন এক দর্শন যা মানসিক শান্তি, স্বাস্থ্য ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে। সঠিক এনার্জি প্রবাহ থাকলে সম্পর্ক মজবুত হয়, কাজের প্রতি আগ্রহ বাড়ে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। নতুন বাড়ি কেনার আনন্দকে আরও বাড়াতে চাইলে কিছু সহজ ফেং শুই টিপস মেনে চলুন। এতেই ঘর ভরে উঠবে সুখ, শান্তি আর পজিটিভ এনার্জিতে। তাহলে ভরপুর ইতিবাচক এনার্জি পেতে কোন কোন নিয়ম মেনে চলবেন, জেনে নিন-
আরও পড়ুনঃ মা হতে চলেছেন? সন্তান প্রসবের পর এই সব শারীরিক পরিবর্তনের কথা জানা আছে তো!
১. প্রবেশপথই এনার্জির মুখঃ ফেং শুই মতে, বাড়ির প্রধান দরজা দিয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করে। তাই দরজার সামনে কখনও জঞ্জাল, ভাঙা জিনিস বা অগোছালো কিছু রাখবেন না। পরিচ্ছন্ন ও আলোকিত প্রবেশপথ পজিটিভ এনার্জিকে আমন্ত্রণ জানায়।
২. রুমের সঠিক বিন্যাসঃ নতুন বাড়ি কেনার সময় খেয়াল রাখুন প্রবেশ করেই যেন সোজা রান্নাঘর বা বাথরুম দেখা না যায়। লম্বা করিডর এড়িয়ে চলুন, কারণ এতে এনার্জি দ্রুত বেরিয়ে যায়। শোওয়ার ঘর, রান্নাঘর ও বসার ঘরকে সঠিক দিক ও আলো-বাতাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো দরকার।

৩. অপ্রয়োজনীয় জিনিসপত্র সরানঃ ভাঙা আসবাব, মৃত গাছ, বা নেতিবাচক স্মৃতিবাহী জিনিসপত্র এনার্জি ব্লক করে। তাই এগুলো ফেলে দিন। যতটা সম্ভব খালি ও উন্মুক্ত জায়গা রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ সহজ হয়।
৪. প্রাকৃতিক আলো ও বাতাসের প্রবাহ রাখুনঃ বাড়িতে প্রাকৃতিক আলো ও বাতাস ঢুকতে দিন। জানালাগুলো পরিষ্কার রাখুন এবং গাছপালা দিয়ে সাজান। এতে এনার্জির ভারসাম্য বজায় থাকে এবং মানসিক প্রশান্তি আসে।
৫. জলীয় উপাদান ব্যবহার করুনঃ ফেং শুইতে জল ধরা হয় সমৃদ্ধি ও প্রবাহের প্রতীক হিসেবে। ছোট ফোয়ারা, অ্যাকোয়ারিয়াম বা জলভর্তি ক্রিস্টাল পাত্র বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখলে সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।
