আজকাল ওয়েব ডেস্ক: প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর তার গতিবিধি পরিবর্তন করে। দেশ জুড়ে শেষ হয়েছে আলোর উৎসব। দীপাবলির পরই জ্যোতিষশাস্ত্রে বড় ঘটনা ঘটতে চলেছে। বৃষ রাশিতে সংযোগ ঘটবে বৃহস্পতি এবং শুক্রের। যার ফলে, এই সময়ে তৈরি হতে চলেছে সমসপ্তক যোগ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতি এবং শুক্র যখন একে অপরের সপ্তম স্থানে একসঙ্গে অবস্থান করে তখন সমসপ্তক যোগ তৈরি হয়। বেশ কয়েকটি রাশির উপর এই রাজযোগের শুভ প্রভাব পড়বে। তাহলে অর্থপ্রাপ্তি, সাফল্য-উন্নতির শিখরে উঠবেন কারা? জেনে নেওয়া যাক-
মিথুন রাশি- সমসপ্তক যোগ লাভজনকহতে চলেছে মিথুন রাশির। আচমকা অর্থপ্রাপ্তি হতে পারে। চাকরিতে সাফল্য আসতে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পাবেন। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। বড় বিনিয়োগের সুযোগ আসতে পারে। পরিবারে শান্তি থাকবে।
ধনু রাশি- দীপাবলির ধনু রাশির শুভ সময় শুরু হয়েছে। আর্থিক লাভের সম্ভাবনাও প্রবল। কর্মজীবনের দিক থেকে এমন কিছু সুখবর পেতে পারেন যা অনেকদিন ধরে আটকে ছিল।আধ্যাত্মিক ক্ষেত্রে আগ্রহ বাড়বে এই রাশির মানুষদের।দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে তা সম্পন্ন হবে।
মকর রাশি- মকর রাশির অধিকারীদের সুদিন আসতে চলেছে। যে কোনও ক্ষেত্রে সাফল্য পাবেন। মা লক্ষ্মীর ঝাঁপি উল্টে পড়বে। সব রকম অর্থনৈতিক বাধা, দুঃশ্চিন্তার অবসান ঘটিয়ে সুখ সমৃদ্ধিতে ভরবে জীবন।সরকারি চাকরি পাওয়ার যোগ রয়েছে।বিনিয়োগে ভালো আয় পেতে পারেন।সঙ্গীর সঙ্গে সম্পর্কে উন্নতি হবে।
