আজকাল ওয়েব ডেস্ক: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে. যখনই কোনও গ্রহ স্থান পরিবর্তন করে তখন তার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। কারওর জন্য শুভ হয়, আবার কারওর ভাগ্যে নেমে আসে দু:সময়। বর্তমানে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেছে। যার ফলে ৬ রাশির সময় উজ্জ্বল হতে চলেছে। তাহলে কাদের ভাগ্য খুলবে? জেনে নেওয়া যাক 

মেষ রাশি: সূর্যের কন্যা রাশিতে গমনের ফলে মেষ রাশির জীবনে শুভ সময় শুরু হবে। কম পরিশ্রম করেও ভাল ফলাফল পেতে পারেন। বন্ধু বাড়বে এবং তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পেতে পারেন। পারিবারিক সম্পর্ক ঠিক থাকবে, তবে পরিবারকে সময় দিন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। 

বৃষ রাশি: এই রাশির জন্য সূর্যের যাত্রা লাভজনক হতে চলেছে। বৃশ রাশির ভাগ্য আগামী কয়েক দিন উজ্জ্বল থাকতে পারে৷ কর্মজীবনে সাফল্যের সম্ভাবনা রয়েছে। দাম্পত্যে শান্তি থাকবে। বর্তমানে তৈরি করা সম্পর্ক ভবিষ্যতে খুব কার্যকর হবে।

মিথুন রাশি: কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন মিথুন রাশির অধিকারীরা। এই সময়ে জীবনে সুখ-শান্তি থাকবে। দীর্ঘদিন ধরে চাকরি কিংবা ব্যবসায় লোকসান চললে এবার লাভের মুখ দেখতে পারেন। মিথুন রাশির অর্থভাগ্য তুঙ্গে রয়েছে। 

কন্যা রাশি: এই রাশির জন্য সৌভাগ্যের দিন আসতে চলেছে। সূর্যের কন্যা রাশিতে চলন টাকা, খ্যাতি নিয়ে আসতে পারে। ভাল চাকরি পাওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভ পেতে পারেন। প্রেমের সম্পর্ক মজবুত হবে। 

বৃশ্চিক রাশি: অতীতে কঠোর পরিশ্রমের ফল এবার পেতে পারেন। সুখ সমৃদ্ধি লাভের যোগ রয়েছে বৃশ্চিক রাশির জন্য। তবে এই সময়ে নিজেকে ইতিবাচক রাখতে হবে। পরিবারে মাথা ঠান্ডা করে কথা বলুন। 

মীন রাশি: অমীমাংসিত কাজ শুরু করতে পারেন মীন রাশির মানুষেরা। কোনও বিষয়ে বহু দিনের প্রতীক্ষিত সুখবর আসতে পারে। আপনার কেরিয়ারের ভাগ্য খোলার সুযোগ রয়েছে। অর্থলাভ হতে পারে।