বৈদিক শাস্ত্রমতে, প্রত্যেক মাসে একাধিক গ্রহের অবস্থান পরিবর্তন হয়ে থাকে। যা ১২টি রাশির জীবনে শুভ কিংবা অশুভ প্রভাব ফেলে। আগস্ট মাসে একাধিকবার সূর্যের অবস্থান পরিবর্তন হওয়ায় চার রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।
জ্যোতিষশাস্ত্রে সূর্যের গুরুত্ব অপরিসীম। সৌরজগতের রাজা সূর্য স্থান পরিবর্তন করলে তার প্রভাব বিভিন্ন রাশির উপর পড়ে। নয়টি গ্রহের মধ্যে সূর্যদেব বছরে ১২ বার রাশি পরিবর্তন করেন। প্রতিটি রাশিতে মোটামুটি এক মাস অবস্থান করেন সূর্য। সেই হিসেবে ১২ রাশি চক্র একবার প্রদক্ষিণ করে আসতে সূর্যের ১২ মাস সময় লাগে। আবার নির্দিষ্ট সময়ের ব্যবধানে নক্ষত্রও পরিবর্তন করে সূর্য।
আগস্ট মাসে তিনবার অবস্থান পরিবর্তন করবেন সূর্যদেব। রবিবাত ৩ অগাস্ট সূর্য অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। এরপর ৩০ অগাস্ট পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবেন সূর্য। এরই মাঝে আগামী ১৭ অগাস্ট সূর্য সিংহ রাশিতে গমন করবেন৷ গ্রহরাজের এই গোচর চারটি রাশির জন্য শুভ হতে চলেছে। অর্থ-সাফল্যে ভরবে সেই সব রাশির জীবন। আপনিও কি তালিকায় আছেন, জেনে নিন-

কর্কট: সূর্যের প্রভাবে কর্কট রাশির সুদিন ফিরবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কেরিয়ারে উন্নতির সুযোগ পাবেন। যে কোনও কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে সাফল্য পাবেন। প্রেমজীবনে সুখ থাকবে। বিনিয়োগের টাকা বহুগুণ লাভে ফেরত পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
তুলা: সূর্যের আর্শীবাদে তুলা রাশির ভাগ্যের চাকা ঘুরবে। আর্থিক সমস্যা মিটবে। যে কোনও কাজে উন্নতির পথ প্রশস্ত হবে৷ কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীরা কাজে সহযোগিতা করবেন। ব্যবসায়ে বড় চুক্তি করতে পারেন। স্ত্রীর সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হবে। কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে বিজয়ী হতে পারেন।
বৃশ্চিক: সূর্যের অবস্থান পরিবর্তন বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ ফল নিয়ে আসবে। নতুন কাজের সুযোগ পেতে পারেন। সব বাধা কাটিয়ে খুলবে অর্থভাগ্য। অনেক দিনের আটকে তবাকা টাকা ফেরত পেতে পারেন। লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হতে পারে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। সংসারে সুখের পরিবেশ থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ মিটবে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে।
মীন: সূর্যের গোচর মীন রাশির জীবনে বড় প্রভাব ফেলবে। সমাজ মান-যশ বাড়বে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হতে পারেন। অংশীদারিত্বের ব্যবসায়ে পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে৷ নতুন কোনও ব্যবসা শুরুর যোগ রয়েছে। চাকরিতে স্থায়িত্ব আসবে, দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন৷ সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটবে৷ সন্তানের থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। সন্তান ধারণে ইচ্ছুক দস্পতিদের সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
