আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। জ্যোতিষশাস্ত্র অনুসারে নয়টি গ্রহের মধ্যে সূর্যের গুরুত্ব অপরিসীম। গ্রহের রাজা বছরে ১২ বার রাশি পরিবর্তন করেন। ডিসেম্বর মাসে সূর্য ফের তার রাশি পরিবর্তন করতে চলেছে। 
বর্তমানে সূর্য বৃশ্চিক রাশিতে রয়েছে। আগামী ১৫ ডিসেম্বর গ্রহের রাজা ধনু রাশিতে প্রবেশ করবে। সূর্যের ধনু রাশিতে প্রবেশের মাধ্যমে খরমাস শুরু হবে। হিন্দু ধর্মে, খরমাসকে শুভ কাজের জন্য নিষিদ্ধ মাস হিসাবে বিবেচনা করা হয়।তবে সূর্যের রাশিচক্রের পরিবর্তনের শুভ প্রভাবও পড়বে ৪ রাশির উপর। তাহলে কাদের ভাগ্যের চাকা ঘুরবে, দেখে নেওয়া যাক- 

বৃষ রাশি: সূর্যের যাত্রা শুভ প্রভাব ফেলবে বৃষ রাশির উপর। সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাঁরা সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। পরিবারে কোনও সিদ্ধান্ত তাড়াহুড়োয় নেবে না। 

কর্কট রাশি: শীঘ্রই সূর্যের প্রভাবে শুভ সময় শুরু হবে কর্কট রাশির। এই সময়ে যে কোনও কাজে হাত দিলে সাফল্যের সম্ভাবনা রয়েছে। অফিসে বেতন বাড়তে পারে। টাকাপয়সার সমস্যা মিটবে। ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করতে পারেন।

মকর রাশি: সূর্যের রাশি পরিবর্তন মকর রাশির জন্য লাভজনক হতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। অফিসে সহকর্মীদের সহযোগিতা পাবেন। কাজ সংক্রান্ত কোনও সুখবর পেতে পারেন। পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।

কুম্ভ রাশি: সূর্যের শক্তি বৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়বে কুম্ভ রাশির উপর। দরজায় কড়া নাড়বে সাফল্য, শুধু মনোসংযোগের অভাব হলে চলবে না। নতুন বাড়ি-গাড়ি কেনার সুযোগ আসবে। সন্তানের থেকে সুখবর পেতে পারেন।