পুজোর আগেই বাঙালির ঘরে ঘরে নতুন চমক নিয়ে হাজির হলেন বাংলার 'দাদা', সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট মাঠে ছক্কা হাঁকানো হোক বা টেলিভিশনের পর্দায় সঞ্চালনার দক্ষতা—সব জায়গাতেই দর্শককে চমকে দিয়েছেন তিনি। আর এবার একেবারে সম্পূর্ণ অন্য ময়দান। ক্রিকেটের পর, ক্যামেরা আর আলো ঝলমলে র‌্যাম্পে নতুন ইনিংস শুরু করলেন সৌরভ। লঞ্চ করলেন নিজের নতুন পোশাক ব্র্যান্ড—‘সৌরাগ্য’!

 

'দাদা'র এই নতুন উদ্যোগে কিন্তু রয়েছে খাস বাঙালিয়ানার ছোঁয়া। কারণ ব্র্যান্ডের মূল লক্ষ্যই হল বাঙালির এথনিক সাজকে দেশ-বিদেশে পৌঁছে দেওয়া। শাড়ি, পাঞ্জাবি, কুর্তা—সবকিছুর মধ্যেই মিশে থাকবে বাংলার ঐতিহ্যের স্পর্শ। এই ব্র্যান্ডের পোশাক তবে দোকানে নয়, এক্সক্লুসিভলি পাওয়া যাবে একটি জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মে।

 

ব্র্যান্ড লঞ্চ ইভেন্টে জাঁকচমকপূর্ণ পোশাকে মডেলদের সঙ্গে র‌্যাম্পে হাঁটলেন সৌরভ নিজেও। জীবনে প্রথমবার এমন ফ্যাশনেবল এথনিক পোশাক গায়ে দিয়ে নিজেকে যেন নতুনভাবে খুঁজে পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাই তো হাসতে হাসতেই তিনি বলে উঠলেন, “আমি বরাবর খুব সাদামাটা পোশাক পরতে পছন্দ করি। মাঠে আমাকে সকলে প্রিন্স বলত। তবে আজ সত্যিই মনে হচ্ছে আমি রাজকুমার। এই পোশাক পড়ে একেবারে অন্যরকম লাগছে, আশা করি সবার তাই লাগবে।”

 

কিন্তু হঠাৎ কেন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নামার সিদ্ধান্ত? সৌরভ স্পষ্ট করলেন তাঁর ভাবনা। বললেন, “ক্লাসি—এই এক শব্দেই সংজ্ঞা দেওয়া যায় সৌরাগ্যকে। বাংলার ছোঁয়াকে দেশ-বিদেশের মাটিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ব্র্যান্ড।” অর্থাৎ মাঠের নায়ক এবার বাঙালিয়ানা মিশিয়ে বিশ্ব ফ্যাশনে বাজি ধরতে চলেছেন।

 

সবচেয়ে বড় কথা, এই ব্র্যান্ডকে ঘিরে রয়েছে পারিবারিক আবেগও। সৌরভ জানালেন, এবারের পুজোতে তাঁর পরিবারের সকলে পরবেন ‘সৌরাগ্য’-এর পোশাক। অর্থাৎ উৎসবের মুহূর্তেও থাকবে নিজের ব্র্যান্ডের গর্ব।

 

সৌরভ গাঙ্গুলির জীবনের প্রতিটি অধ্যায়ই যেন গল্প। একসময় মাঠে তাঁর ব্যাটিং ঝড়ে কাঁপত প্রতিপক্ষ। পরে বাংলার টেলিভিশন পর্দায় সঞ্চালকের ভূমিকায় দর্শকের মনে জায়গা করে নেন। আর এখন, নতুন ভূমিকায় তিনি ফ্যাশন উদ্যোক্তা। এমনকী, র‌্যাম্পে হেঁটে প্রমাণ করলেন, ক্রিকেট মাঠের বাইরেও তিনি সমান আস্থার সঙ্গে নতুন খেলা খেলতে জানেন।

 

বাংলার 'দাদা' মানেই চমক, মানেই আভিজাত্যের অন্য রূপ। ‘সৌরাগ্য’ শুধুমাত্র একটি ব্র্যান্ড নয়—এ যেন বাঙালিয়ানার গ্ল্যামারকে বিশ্ব দরবারে তুলে ধরার দাদার নতুন দুঃসাহসী শট। একসময় যে মানুষকে “প্রিন্স অফ ক্যালকাটা” বলা হত, তিনিই এবার ফ্যাশনের রাজপথে নিজের রাজত্ব ঘোষণা করলেন।

 

বলতেই হয়—সৌরভ গাঙ্গুলির এই নতুন ইনিংসকেও এক কথায় বলাই যায়, রাজকীয় শুরু!