আজকাল ওয়েবডেস্ক: এ যেন প্রফেসর শঙ্কুর তৈরি আবিষ্কার! অসহ্য গরমে হাঁসফাঁস করলে জামার কলারে লাগিয়ে নিন মোবাইলের মতো একটা যন্ত্র, ব্যাস ফুরফুর করে ঠান্ডা হয়ে যাবে গোটা শরীর। এমন গ্যাজেট আর কল্পবিজ্ঞান নয়, এসে গিয়েছে বাস্তবেই। এমনই এক যুগান্তকারী প্রযুক্তি নিয়ে এল জাপানি ইলেকট্রনিক্স সংস্থা সোনি।
সোনির তৈরি যন্ত্রটির নাম, রিয়ন পকেট ৫। যন্ত্রটি এক কথায় পকেট সাইজ এয়ার কন্ডিশনার। তবে পকেটে নয়, এই অভিনব ডিভাইসটি পরতে হয় গলার পেছনে, একটি বিশেষ নেকব্যান্ডের সাহায্যে। আর একবার পরলেই শরীরের তাপমাত্রা কমিয়ে দেয় নিমেষে। বিজ্ঞানের ভাষায় একে বলে ‘ওয়্যারেবল থার্মাল কন্ট্রোল ডিভাইস’। অর্থাৎ, এটি শরীরের উষ্ণতা বুঝে নিজে থেকেই ঠান্ডা বা গরম হাওয়া সরবরাহ করতে পারে। গরমে কুলিং এবং শীতে ওয়ার্মিং, দুই উদ্দেশ্যেই এটি ব্যবহার করা যায়। এর ভিতরে রয়েছে পাঁচটি অত্যাধুনিক সেন্সর, যা শরীরের তাপমাত্রা, আর্দ্রতা প্রভৃতি বিশ্লেষণ করতে সক্ষম।
একবার চার্জ দিলে যন্ত্রটি ৪ থেকে ৭.৫ ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারে। চার্জিং প্রক্রিয়াও দ্রুত। মাত্র ১০০ মিনিটে ৯০% চার্জ হয়ে যায় এবং ১৭০ মিনিটে এটি পুরোপুরি চার্জড হয়।
কাদের জন্য আদর্শ?
অফিসযাত্রী, বাইক চালক থেকে শুরু করে রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশকর্মী, সকলেই এটি ব্যবহার করতে পারেন।
কোথায় মিলবে?
এই মুহূর্তে জাপান, ব্রিটেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং-সহ বেশ কয়েকটি দেশে এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে। ব্রিটেনে এর দাম ১৩৯ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১৪,৬০০ টাকা)। ভারতে এটি এখনও আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়নি, তবে অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রি-অর্ডার করে আনার সুযোগ রয়েছে।
