আজকাল ওয়েবডেস্ক: আজ ১৪ জুন, ২০২৫। চন্দ্র আজ ধনু রাশি ছেড়ে মকর রাশিতে গোচর করবেন। একদিকে আজ গ্রহরাজের দিন অন্যদিকে আজ জ্যৈষ্ঠ মাসের ব্রহ্মা যোগ ও ইন্দ্র যোগ কার্যকর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনটি কয়েকটি রাশির জাতক-জাতিকার জন্য বিশেষ শুভ বলে বিবেচিত হচ্ছে। গ্রহ-নক্ষত্রের অবস্থান এবং চন্দ্রের গতি বলছে, আজকের দিনটি সৌভাগ্য, আর্থিক লাভ ও সম্পর্কের ক্ষেত্রে কিছু রাশির জন্য শুভ সুযোগ এনে দিতে পারে।
বৃষ রাশি
আজ বৃষ রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে বড় কোনও সাফল্য আসতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে কোনও কাজে আটকে ছিলেন, তাঁরা আজ তাঁদের জন্য নতুন দরজা খুলে যেতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ চাকুরীজীবীদের জন্য দিনটি খুবই শুভ। আর্থিক ক্ষেত্রেও উন্নতির ইঙ্গিত।
কর্কট রাশি
আজ কর্কট রাশির জন্যও অত্যন্ত শুভ দিন। পারিবারিক পরিবেশ আনন্দদায়ক থাকবে। প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিনের মনোমালিন্য দূর হবে। দুই ভাইয়ের ঝামেলা মিটে যেতে পারে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। নিকট আত্মীয় বা বন্ধুর মাধ্যমে গুরুত্বপূর্ণ সাহায্য পেতে পারেন।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি সৃজনশীল কাজের ক্ষেত্রে সৌভাগ্য বয়ে আনবে। বিশেষ করে যাঁরা শিল্প, সঙ্গীত বা লেখালেখির সঙ্গে যুক্ত, তাঁদের নতুন সুযোগ আসতে পারে। নতুন কোনও সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন আর্থিক পরিকল্পনা করা এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়।
মকর রাশি
মকর রাশির জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। দীর্ঘদিনের কোনও আর্থিক সমস্যা আজ মিটে যেতে পারে। পাওনা টাকা ফেরত পেতে পারেন। চাকরি সংক্রান্ত সুখবর আসতে পারে। যাঁরা বিদেশে কাজ বা পড়াশোনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য দিনটি শুভ।
তবে মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র বিশ্বাসের উপর নির্ভর করে। ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফল ভিন্ন হতে পারে।
