আজকাল ওয়েবডেস্ক: মানুষের মূত্র ব্যবহার করে হাড় ও দাঁতের প্রতিস্থাপনের (ইমপ্ল্যান্ট) জন্য অপরিহার্য উপাদান তৈরি করে ফেললেন বিজ্ঞানীরা। আমেরিকার ইউসি আরভাইনের গবেষকরা, জাপানের কয়েকজন বিজ্ঞানীর সঙ্গে যৌথ উদ্যোগে এক বিশেষ ধরনের ইস্ট ব্যবহার করে এমন এক প্রযুক্তি তৈরি করেছেন, যা মূত্রকে বদলে দেবে হাড় তৈরির উপাদানে। বিজ্ঞানের পরিভাষায় এই উপাদানের নাম ‘হাইড্রক্সিঅ্যাপাটাইট’।

বিখ্যাত বিজ্ঞান পত্রিকা ‘নেচার’-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে এই যুগান্তকারী পদ্ধতির কথা জানানো হয়েছে। বিজ্ঞানীদের দাবি, এর ব্যবস্থার সুবিধা দ্বিবিধ। প্রথমত, এর মাধ্যমে বর্জ্য মূত্রের সমস্যা কমিয়ে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। দ্বিতীয়ত, বাণিজ্যিক ভাবে বিপুল লাভজনক একটি জৈব উপাদান (বায়োমেটেরিয়াল) তৈরি করা যাবে এই প্রযুক্তিতে। গবেষকদের আশা, ২০৩০ সালের মধ্যে এই নতুন উপাদানের চাহিদা এতো বেড়ে যাবে যে উপাদানটির মার্কেট ক্যাপ হবে মোট ৩৫০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৯ হাজার কোটি টাকা)।

কীভাবে কাজ করে এই পদ্ধতি? বিজ্ঞানীরা জানাচ্ছেন কৃত্রিম ভাবে তৈরি করা ইস্ট মূত্রের সঙ্গে মেশালে, প্রস্রাবের ভিতরে থাকা ক্যালসিয়াম এবং ফসফরাস জমাট বাঁধতে থাকে। তার পর সেই জমাট বাঁধা উপাদান থ্রি-ডি প্রিন্ট করে তৈরি করা হয় হাড় এবং দাঁত।

তবে এই প্রযুক্তি বৃহত্তর ক্ষেত্রে ব্যবহার করার কিছু চ্যালেঞ্জও রয়েছে। বিজ্ঞানীদের মতে, সাধারণ মানুষের মধ্যে এর সামাজিক গ্রহণযোগ্যতা এবং এই পদ্ধতির নিরাপদ ব্যবহার সুনিশ্চিত করা দরকার সবার আগে।